Bangladesh News: অশান্ত বাংলাদেশে ক্রেন দিয়ে ভাঙা হল বঙ্গবন্ধুর বাড়ি, তছনছ স্মৃতি, আগুনে পুড়ল হাসিনার বাসভবনও!
Sheikh Mujib House Demolished: বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙছে দুষ্কৃতীরা

ঢাকা: শেখ হাসিনার বিদেশ থেকে ভাষণ দেওয়ার ঘোষণার পরই ফের অশান্ত বাংলাদেশ। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে তাণ্ডব। চলল অবাধে ভাঙচুর। ভবনের তৃতীয় তলের একটি অংশে জ্বলতে দেখা গিয়েছে আগুনও, খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে।
বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙছে দুষ্কৃতীরা। ভারী যন্ত্র দিয়ে অবাধে বাড়ি ভাঙার কাজ চলছে। বাড়ির সামনের অংশে চারতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। ইট, কাঠ, হাতুড়ি দিয়ে ভাঙা হল জানালা, দরজা, তারপর আনা হয় ক্রেনও। ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের সমৃতি জাদুঘরে গিয়ে এভাবেই বিক্ষোভ ও ভাঙচুর চালাল বাংলাদেশের তথাকথিত ‘২৪-এর বিপ্লবী ছাত্র–জনতা’।
এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে মৌলবাদীরা। সাফ জানান হয়েছে, স্বৈরাচারের কোনও চিহ্ন রাখা হবে না। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা হয়েছে স্বৈরাচার সাবধান। রাতে ধানমন্ডি ৫-এ অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে, খবর সূত্রের।
প্রসঙ্গত, শেখ হাসিনা ভাষণে বলেন, 'ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে জাতির পিতা (শেখ মুজিব) স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তখনও এই বাড়িটি তারা লুঠপাট করেছিল। কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন। আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। কেন? বাড়িটির কী অপরাধ? এই বাড়িটিকে কেন এত ভয় পাচ্ছেন?'
এরপরই ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি। এরপর হাসিনার ভাষণ শুরু হওয়ার আগেই ধানমন্ডিতে মুজিবর রহমানের বাড়ির গেট ভেঙে ফেলা হয়। রাত সোয়া ৯টার দিকে লাঠিসোঁটা দিয়ে বাড়িটির দেয়াল ভাঙতে শুরু করা হয়। গোটা বাড়িটিই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। ওইদিন রাতেই ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
