Bangladesh News: বাংলাদেশে ফের মৃত্যু হিন্দু ব্যক্তির, হল না শেষরক্ষা, ঢাকা হাসপাতালেই শেষ খোকন চন্দ্র দাস
Bangladesh: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথেই বুধবার তাঁর উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। খোকনকে আক্রমণ করার পর পালিয়ে যায় আক্রমণকারীরা।

Bangladesh News: বাংলাদেশে ফের মৃত্যু হল এক হিন্দু ব্যক্তির। খোকন চন্দ্র দাসের মৃত্যু হয়েছে ঢাকা হাসপাতালে, জানিয়েছে তাঁর পরিবার। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল তাঁকে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তাঁর শরীরে। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন খোকন। তার ফলে আগুন নিভে গিয়েছিল দ্রুত। তবে ততক্ষণে ঝলসে গিয়েছে তাঁর মাথা এবং মুখ। গুরুতর আহত অবস্থায় ঢাকা হাসপাতালে ভর্তি করা হয় খোকন চন্দ্র দাসকে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই ব্যক্তি।
Bangladesh | Khokon Das, who was injured in a fire attack in Damudya Upazila of Shariatpur, passed away at 7:20 am at the National Burn Institute in Bangladesh. Dr Shaon Bin Rahman, Professor of the National Burn Institute
— ANI (@ANI) January 3, 2026
ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে নিজের গ্রামে একটি ওষুধের এবং ফোনের দোকান ছিল খোকনের। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথেই বুধবার তাঁর উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। খোকনকে আক্রমণ করার পর পালিয়ে যায় আক্রমণকারীরা। স্থানীয়রাই খোকনকে উদ্ধার করে প্রথমে কাছে একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কেন খোকনের উপর এ হেন নৃশংস আক্রমণ হল, তা বুঝতে পারছেন না স্ত্রী সীমা। কারণ এলাকায় তাঁদের পরিবারের কোনও শত্রু ছিল না। তাহলে কেন তাঁর স্বামীকেই এভাবে নিশানা করা হল, ভেবে কূলকিনারা পাচ্ছেন না সীমা। আক্রমণকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
কয়েকদিন আগেই বাংলাদেশের ময়মনসিংহের ভালুকাতে দীপু চন্দ্র দাসের সঙ্গে ঘটে গিয়েছে নৃশংস ঘটনা। প্রথমে বেদম মার। তারপর বেঁচে থাকা অবস্থাতেই গাছে টাঙিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ওই যুবককে। এই ঘটনার রেশ এখনও কাটেনি। অথচ নৈরাজ্যের বাংলাদেশে আরও এক হিন্দু ব্যক্তির মৃত্যু হয়েছে। চরমপন্থীদের অস্ত্রের কোপে আহত খোকনচন্দ্র দাসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। গতকাল রাতে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে এই হিন্দু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দামুদিয়ার তিলাইতে গত ১ জানুয়ারি চরমপন্থীদের অস্ত্রের কোপে আহত হয়েছিলেন খোকন দাস। দুষ্কৃতীরা খোকন দাসের উপর পেট্রোল ঢেলে তাঁকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রাণে বাঁচলেন না তিনি।






















