Bangladesh News: দোকান বন্ধ করে ফিরছিলেন বাড়ি, বাংলাদেশের ঝালকাঠিতে হিন্দু যুবককে কুপিয়ে 'খুন', 'একটা বার্তা দেওয়া হচ্ছে..' !
Bangladesh Hindu Youth Murder: শিবচরে হিন্দু পরিবারের উপর মৌলবাদীদের হানা ! বিস্ফোরক অভিযোগ বঙ্গবন্ধু প্রকোশলী পরিষদের সম্পাদকের..
নয়াদিল্লি: ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলেই হামলা। বাংলাদেশের ঝালকাঠিতে হিন্দু যুবককে খুন! বাংলাদেশের ঝালকাঠিতে সুদেব হালদার খুন দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এলোপাথাড়ি কোপ। দুষ্কৃতীদের এলোপাথাড়ি কোপে হিন্দু যুবক খুন! শিবচরে হিন্দু পরিবারের উপর মৌলবাদীদের হানা। 'মানব প্রভু এবং তাঁর মায়ের উপর কট্টরপন্থীদের হামলা'। আক্রান্তদের ছবি পোস্ট করে জানাল কলকাতা ইসকন।
বঙ্গবন্ধু প্রকোশলী পরিষদের সম্পাদক সুশান্ত দাশগুপ্ত বলেন,' প্রতিদিনই বাংলাদেশে খুন হচ্ছে, কোথাও না কোথাও, এই যে সুদেব হালদারকে খুন করা হল, আমরা খোঁজ নিয়ে দেখেছি, তার সঙ্গে কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না কারও সঙ্গেই। শুধুমাত্র হিন্দু বলেই খুন করা হয়েছে, বলে আমাদের ধারণা। এভাবে হিন্দুদের খুন করে, একটা বার্তা দেওয়া হচ্ছে যে, এই বাংলাদেশ হিন্দুদের না। হিন্দুরা যাতে বাংলাদেশ ছেড়ে চলে যায়, এই ভয় দেখানোর জন্যই তাঁকে খুন করা হয়েছে।'
বাংলাদেশে আরও চরমে হিন্দু বিদ্বেষ! মন্দিরে ভাঙচুর। বিগ্রহ নষ্ট, এসব তো চলছেই, এবার, শুধুমাত্র হিন্দু হওয়ায় এক যুবককে খুনের অভিযোগ উঠল! সংবাদ সংস্থা প্রথম আলো সূত্রে খবর, মঙ্গলবার সকালে ঝালকাঠিতে সুদেব হালদার নামে এক হিন্দু যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। নিহতের মাথায়, গলায় ছিল গভীর ক্ষত। সংবাদ সংস্থা প্রথম আলো সূত্রেই জানা যাচ্ছে, যুবকের একটি মোবাইল ফোনের দোকান ছিল।
সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই তাঁর ওপর হামলা। কুপিয়ে খুন করা হয় মাত্র ২৭ বছরের হিন্দু যুবককে। X হ্য়ান্ডলে এই হত্য়াকাণ্ডের একটি পোস্ট রিপোস্ট করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি লিখেছেন,' কতটা হৃদয় বিদারক! আমরা কি একবিংশ শতাব্দীতে বাস করছি? নাকি প্রস্তর যুগে? কবে থামবে এসব?'
কিন্তু অনুরোধ-আবেদন-সমালোচনা-নিন্দা, কোনওকিছুতেই ঘুম ভাঙছে না ইউনূস সরকারের!কট্টরপন্থী-মৌলবাদীদের হাতের পুতুলে পরিণত হয়েছে তারা। যিনি শান্তির জন্য় নোবেল পেয়েছিলেন, আজ তাঁর আমলেই বাংলাদেশে হিনদুদের শান্তিতে বসবাস তো দূর, প্রাণরক্ষাই দায় হয়ে উঠেছে!
আরও পড়ুন, জাল বার্থ সার্টিফিকেট দিয়ে 'আসল' পাসপোর্ট ! ৩ হাত ঘুরে লেনদেন, একের পর এক গ্রেফতার রাজ্যে
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)