Bangladesh News: বাংলাদেশের জামালপুরে কালী মন্দিরে তাণ্ডব ! মূর্তি ভাঙচুর, লুঠপাটেরও অভিযোগ
Bangladesh Kali Temple Vandalised: ফের বাংলাদেশের মন্দিরে তাণ্ডব!
নয়াদিল্লি: মুখে সম্প্রীতি, কাজে শুধুই অশান্তি, ফের মন্দিরে তাণ্ডব! (Bangladesh Kali Temple Vandalished)বাংলাদেশের জামালপুরে কালী মন্দিরে তাণ্ডব, মূর্তি ভাঙচুর। সরিষাবাড়িতে কালী মন্দির ভাঙচুর, লুঠপাটেরও অভিযোগ। এমনই দাবি বাংলাদেশের সংবাদপত্র 'সমকাল'-এর।
অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছে। সুনামগঞ্জ জেলার একাধিক জায়গায় হিন্দুদের ওপর হামলার ঘটনা সামনে এসেছে। প্রকাশ্য রাস্তায় হিন্দু বিরোধী স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। পুলিশের পাশপাশি হামলাকারীদের আটকাতে ব্যর্থ বাংলাদেশের সেনা। দোয়ারা বাজার এলাকাতেও হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা হয়েছে। একাধিক দোকানে ভাঙচুর ও ব্যাপক লুঠপাট চলেছে। ছাড় পাননি মহিলারাও। বেছে বেছে হিন্দু মহিলাদের ওপর হামলা চালানো হয়েছে। দোয়ারা থানা ঘেরাও করেছিল হামলাকারীরা। নীলফামারী জেলাতেও হিন্দুদেরওপর ব্যাপক হামলার ঘটনা সামনে এসেছে। একাধিক বাড়ি ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে খড়ের গাদায়। একাধিক জায়গায় লুঠপাটও চালায়েছে হামলাকারীরা।
এদিকে ঘরের মধ্যেই তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের ইউনূস সরকার ( Muhammad Yunus Government)। বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা কাজের মানুষ নন, কটাক্ষ বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতির। এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুঠপাট ও দখলদারির রাজনীতি শুরু করেছে, মন্তব্য মাহমুদুর রহমানের (Mahmudur Rahman )।
নাগরিক ঐক্যের নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না বলেন, যে দেশ চালায়, যে দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভাল করবে কী করে? এই সরকার ভাল মানুষ কিন্তু কাজের মানুষ নয়। ফের ঘরেই সমালোচনার মুখে পড়ল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।কবি ও দার্শনিক ফারহাদ মাজহার, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের পর,এবার রাজনৈতিক দল, নাগরিক ঐক্যর সভাপতিও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন।
৫ অগাস্ট, শেখ হাসিনার দেশত্যাগের পর অন্য বাংলাদেশ গঠনের ডাক দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দেশের মাথায় বসেছেন শান্তিতে নোবেলপ্রাপ্ত মহম্মদ ইউনূূস।কিন্তু তারপর সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমেই আক্রমণ নেমে এসেছে। যার প্রমাণ এই ছবিগুলিই। অথচ সব দেখেও যেন কিছুই দেখছে না ইউনূস সরকার। যার বিরুদ্ধে আগেই মুখ খুলেছিলেন কবি ও দার্শনিক ফারহাদ মাজহার। চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিও তুলেছিলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।