Bangladesh Updates: ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান! নাম ধরে ধরে হুমকি-হুঁশিয়ারি
Bangladesh Unrest: ইসকনের সন্নাস্যী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই নতুন করে উত্তাল হয়েছে বাংলাদেশ। অত্যাচার শুরু হয়েছে হিন্দুদের ওপর।
কলকাতা: এবার বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের একাংশের নিশানাতেও ভারত। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। জবাব দিয়েছেন ভারতের অবসরপ্রাপ্ত সেনাকর্তারাও। এদিকে এরমধ্যেই শুক্রবার থেকে শুরু হল বিজয় দিবস পালনের প্রস্তুতি।
ইসকনের সন্নাস্যী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই নতুন করে উত্তাল হয়েছে বাংলাদেশ। অত্যাচার শুরু হয়েছে হিন্দুদের ওপর। ভারত বিরোধিতায় একাধিক পদক্ষেপ করছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে শনিবার ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার প্রাক্তন কর্মীরা। ভারতের বিরোধিতা করে মিছিল করলেন সেদেশের প্রাক্তন সেনাকর্মীরা। আর সেখান থেকে উঠল ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান।
ভারতের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ধরে ধরে হুমকি-হুঁশিয়ারি দিতে শোনা গেল বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশকে। বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত মেজরকে বলতে শোনা যায়- 'মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি। আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনীর আর নেই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনও শত্রুর মোকাবিলায় আমরা প্রস্তুত।'
এ ছবি দেখেই সকলে প্রশ্ন তুলছেন, এ কোন বাংলাদেশ? যে দেশকে স্বাধীন করতে শুরু থেকে শেষপর্যন্ত পাশে থেকেছে ভারত, সেই পদ্মাপাড়ের দেশেই এখন উঠছে ভারতবিরোধী স্লোগান।
আরও পড়ুন, 'শাড়ি পোড়ানো যায়, ইতিহাস নয়', বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারতের ভূমিকা মনে করালেন সুমন দে
প্রশ্ন উঠছে, পুরনো দিন কি ভুলে গেল বাংলাদেশ? শেখ হাসিনার দেশ ছাড়ার পর, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলেই কি আর ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়া যাবে? ভারতে আসা বাংলাদেশের নাগরিকের কথায়, 'সৌজন্যবোধ, কৃতজ্ঞতাবোধ এটা থাকা দরকার। ৭১-এর যুদ্ধে যে সহযোগিতা পেয়ে স্বাধীন হয়েছিল সেটা কিন্তু ভুলে গেলে হবে না। আজকে যদি সেটাকে অস্বীকার করা হয় তাহলে নিজের পরিবারকেই অস্বীকার করা হয়। আজকে যেটা হয়ে যাচ্ছে, সেটা অমানবিক। মানবিক দৃষ্টি হতে পারে না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে