Riddhi Sen on Bangladesh News: 'ছাত্র আর মৌলবাদীদের এক করে দেবেন না', সোশ্যাল মিডিয়া পোস্টে আর্জি ঋদ্ধি সেনের
Bangladesh Violence: অশান্ত বাংলাদেশ। সেই দেশেরই একটি ভাইরাল হওয়া ছবি শেয়ার করেছেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশন রক্ষা করছেন একদল যুবক। কী লিখলেন ঋদ্ধি এই ছবি পোস্ট করে?
![Riddhi Sen on Bangladesh News: 'ছাত্র আর মৌলবাদীদের এক করে দেবেন না', সোশ্যাল মিডিয়া পোস্টে আর্জি ঋদ্ধি সেনের Bangladesh News Unrest Riddhi Sen Requests to look for better side entertainment news Riddhi Sen on Bangladesh News: 'ছাত্র আর মৌলবাদীদের এক করে দেবেন না', সোশ্যাল মিডিয়া পোস্টে আর্জি ঋদ্ধি সেনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/06/2883e0b354500139b402a8c7d60c7f0e1722947658854229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: জ্বলছে বাংলাদেশ (Bangladesh Unrest)। একের পর এক স্থানে ধ্বংসের ছবি, প্রকাশ্যে আসছে প্রাণহানির নৃসংশ ছবিও। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াচ্ছে ধর্মান্ধতার (Viral Social Media Posts)। অজস্র পোস্টে দাবি করা হচ্ছে যে সেখানে নাকি কঠিন পরিস্থিতিতে রয়েছেন সংখ্যালঘুরা (সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)। তবে এরই মধ্যে কিছু ছবি এমনও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে দল বেঁধে রামকৃষ্ণ মিশন বা নানা মন্দির রক্ষার দায়িত্ব নিয়েছেন স্থানীয় যুবকেরা। তেমনই একটি পোস্ট শেয়ার করে কী লিখলেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)?
সোশ্যাল মিডিয়ায় বাংলাদের পরিস্থিতি নিয়ে কী লিখলেন ঋদ্ধি?
অশান্ত বাংলাদেশ। সেদেশেরই একটি ভাইরাল হওয়া ছবি শেয়ার করেছেন অভিনেতা। যে পোস্টের স্ক্রিনশট তিনি দিয়েছেন তাতে লেখা, 'ফরিদপুরে রামকৃষ্ণ মিশন রক্ষার্থে আমাদের চরকমলাপুর যুব সংঘ টিম পাহারায় রয়েছে। ইন-শা-আল্লাহ আমরা থাকতে পুরো ফরিদপুর শহরে কোন মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে দিব না! এছাড়া ফরিদপুর ইসকন মন্দির, সাহাপারা মন্দির ও চকবাজার মন্দিরেও আমাদের ভলেন্টিয়াররা অবস্থান করছে!'
এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে অভিনেতা লেখেন, 'সোশ্যাল মিডিয়া নামক পরমাণু বোমার চেয়েও ভয়ানক আবিষ্কারের মধ্যে থেকে একটা চেষ্টা করে যেতে হবে, সত্যের বদলে মিথ্যের বিস্ফোরণ যাতে না ঘটে। এই মুহূর্তে বাংলাদেশে ঘটে চলা বীভৎসতা এবং ভুলের মাঝে চেষ্টা করতেই হবে সত্যিটা এগিয়ে রাখার, কোনও দেশের সাধারণ খেটে খাওয়া নাগরিক সন্ত্রাসবাদী, মৌলবাদী নন। রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো শেষ অবধি সন্ত্রাসবাদী। এই মুহূর্তের পরিস্থিতি জবাবের বদলে পাল্টা জবাব, ঘৃণার বিরুদ্ধে পাল্টা ঘৃণা, ধ্বংসের বিরুদ্ধে পাল্টা ধ্বংসের নয়। ফেসবুক নামক বস্তুটির অ্যালগোরিদম যে কোনও রাষ্ট্র ব্যবহার করে নিজেদের ঘৃণা ছড়ানোর মাধ্যম হিসেবে। অনুরোধ করছি, এই ঘৃণা মানুষ চায় না, যারা চায় তারা আর যাই হোক সাধারণ নাগরিক নন। যে লুণ্ঠন, ধ্বংস আর ভুল ইতিহাসের পথে হাঁটার পরিস্থিতি চলছে বাংলাদেশে তা বন্ধ হোক। কিন্তু সেই বন্ধ করার পথে অপর দিক থেকে জবাব হিসেবে ঘৃণা দিয়ে সেই পথকে পুষ্ট করে তুলবেন না। ছাত্র আর মৌলবাদীদের এক করে দেবেন না, এই সময়টা সব থেকে কঠিন, যে সময় একটা সরু সুতোর ওপর হাঁটতে গিয়ে অধিকাংশই পড়ে যায় অন্ধকার ঘৃণার গহ্বরে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার মতো লজ্জাজনক এবং ভয়ানক চিত্রের পাশাপাশি একটা অন্য দৃশ্যও চলছে, অনুরোধ করছি, সেটাকে এড়িয়ে যাবেন না। দুই দেশের মাটি, জল, হাওয়ার গতিপথ মিশে আছে, সেই রাস্তায় কোনও সাম্প্রদায়িকতা নেই, থাকতে দেবেন না, দয়া করে এই ভাবনার বিরুদ্ধে রুখে দাঁড়ান।'
অন্যদিকে বাংলাদেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। সেনার শাসনেও বাংলাদেশ জুড়ে নৈরাজ্য! কোথাও সেতু থেকে ঝুলছে মৃতদেহ, কোথাও হোটেলেই পুড়িয়ে খুন। সেনাপ্রধানের আশ্বাসই সার, বাংলাদেশ জুড়ে শুধুই মৃত্যুমিছিল। অশান্ত বাংলাদেশের সাতক্ষীরা, অন্তত ১৪ জনের মৃত্যু। কুমিল্লায় আওয়ামি লিগের কাউন্সিলরের বাড়ি থেকে ৬জনের দেহ উদ্ধার। কুমিল্লায় আওয়ামি লিগের নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না নাবালকও! কুমিল্লার তিতাস থানায় ২ পুলিশকর্মীকে পিটিয়ে খুন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)