Bangladesh Update: হাসিনার সমালোচক ইউনুসই অশান্ত বাংলাদেশের দায়িত্বে, খালেদার জেলমুক্তির পরই ঘুঁটি সাজাচ্ছে বিএনপি
Bangladesh Update : ছাত্রদের দাবি মেনে প্রধান হলেন নোবেলজয়ী ইউনুস। রাষ্ট্রপতির প্রেসসচিবের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে খবর।

Background
কাল প্যারিস থেকে ঢাকায় ফিরবেন ইউনুস। কালই সন্ধেয় শপথ নিতে পারেন ইউনুস: সূত্র। আজই অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার তালিকা প্রকাশের সম্ভাবনা। নোবেল জয়ীর নেতৃত্বে গঠিত হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু। আজই চূড়ান্ত হবে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম। নোবেল শান্তি জয়ী ইউনুস কি বাংলাদেশে শান্তি ফেরাতে পারবেন? তাকিয়ে গোটা বিশ্ব। গতকালই জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আজ বাংলাদেশে ফিরছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারিক রহমান। সন্ধেয় ঢাকায় বিএনপি-র সমাবেশে যোগ দেবেন খালেদা-পুত্র। ১৩ বছর পর ঢাকায় কেন্দ্রীয় অফিসের তালা খুলল জামাত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
Bangladesh Protest News LIVE Updates: হাসিনা-পরবর্তী জমানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস
হাসিনা-পরবর্তী জমানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। দীর্ঘদিন ধরেই শেখ হাসিনার কট্টর সমালোচক হিসেবে পরিচিত তিনি। হাসিনার জমানায় ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তবে জামিন মেলায় তাঁকে জেলে যেতে হয়নি। এবার হাসিনা দেশ ছাড়ার পর, সেই ইউনূসের হাতে বাংলাদেশের রাশ যাওয়ায় একটা বৃত্ত সম্পূর্ণ হল বলেই মনে করছেন অনেকে।
Bangladesh News LIVE Updates: এখনও অশান্ত ওপার
বাংলাদেশে এখনও জ্বলছে হিংসার আগুন। বাড়ছে মৃত্য়ু, পুড়ছে একের পর এক বাড়ি, অফিস। ঢাকা মেডিক্য়াল কলেজে জমছে লাশের স্তূপ। কাশিমপুর ও কুষ্টিয়ায় জেল ভেঙে পালিয়েছে আড়াইশোরও বেশি বন্দি। পাল্টা গুলিতে মৃত্য়ু হয়েছে ৩ জঙ্গি-সহ ৬ জনের। ময়মনসিংহে জাদুঘরে হামলা চালিয়েছে প্রায় শ-খানেক বিক্ষোভকারী।






















