Barasat University: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত
কিন্তু কেন সংঘাত? কেনই বা নামে সম্মতি দিল না রাজভবন? সূত্রের খবর, আচার্যের অনুমোদন ছাড়াই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এবার বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যের সঙ্গে সংঘাতে রাজভবন। সূত্রের খবর, উপাচার্য নিয়োগ মহুয়া দাসের নাম পাঠিয়েছে উচ্চ শিক্ষা দফতর। মহুয়া দাস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এবং বাগবাজার উইমেন্স কলেজের অধক্ষ্যা। কিন্তু সেই নামে সম্মতি দেয়নি রাজভবন।
কিন্তু কেন সংঘাত? কেনই বা নামে সম্মতি দিল না রাজভবন? সূত্রের খবর, আচার্যের অনুমোদন ছাড়াই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। একইসঙ্গে সরকার ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, গত বছর ১৫ অক্টোবর এবং চলতি মাসের ১৮ তারিখ সম্মতি চাইতে আচার্যকে চিঠি দিয়েছিল উচ্চ শিক্ষা দফতর। কিন্তু এখনও পর্যন্ত আচার্যের তরফে। বিশ্ববিদ্যালয় সহ পড়ুয়া এবং কর্মীদের স্বার্থে এই পদ বেশিদিন ফাঁকা রাখা যাবে না। পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহুয়া দাস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি দায়িত্বও পালন করতে পারবেন।