BARRACKPUR LIVE UPDATE: পুলিশি নিরাপত্তায় মণীশ শুক্লর মৃতদেহ নিয়ে যাওয়া হল খড়দায়, মৃতদেহ নিয়ে এলাকায় মিছিল বিজেপির
তাঁর নিরাপত্তা রক্ষী ছুটিতে ছিলেন, সে ব্যাপারে খবর নিয়ে আটঘাট বেঁধে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অনুমান।
LIVE
Background
ব্যারাকপুর: বিজেপি নেতা মণীশ শুক্লের হত্যার প্রতিবাদে আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলায় ১২ ঘণ্টা বনধ ডেকেছে বিজেপি। সকাল থেকে শুনশান রাস্তাঘাট, কল্যাণী এক্সপ্রেসওয়ের যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।
উত্তর ২৪ পরগনার টিটাগড়ে গতকাল ভর সন্ধেয় খুন হন অর্জুন সিংহের ঘনিষ্ঠ বিজেপি নেতা মণীশ শুক্ল। তাঁর নিরাপত্তা রক্ষী ছুটিতে ছিলেন, সে ব্যাপারে খবর নিয়ে আটঘাট বেঁধে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অনুমান। পুলিশ সূত্রে খবর, ৪ জন দুষ্কৃতী ২টি মোটর বাইকে এসে গুলি চালিয়ে চম্পট দেয়। পুলিশের প্রাথমিক অনুমান, ভাড়াটে খুনিদের ব্যবহার করা হয়ে থাকতে পারে। আততায়ীদের চিহ্নিত করতে বিটি রোডের ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে, যদিও তৃণমূলের দাবি, এই খুন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা হামলার পর খড়দার দিকে চম্পট দেয়। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।