এক্সপ্লোর
Advertisement
‘অনুগত স্বামী’, ‘ভাল প্রেমিক’ হোন, হিন্দু মেয়েকে বিয়ে করা মুসলিম ছেলেকে বলল শীর্ষ আদালত
আদালত ভিন ধর্ম ও জাতের মধ্যে বিয়ের বিরোধী নয় বলে জানিয়েছে বেঞ্চ। বলেছে, আমাদের একমাত্র চিন্তা মেয়েটির ভবিষ্যত নিয়ে। ওর ভবিষ্যত্ সুরক্ষিত থাকা উচিত।
নয়াদিল্লি: ভিন ধর্মের বিয়ে নিয়ে বিতর্ক গড়াল সুপ্রিম কোর্টে। বিয়ে করেছেন ছত্তিশগড়ের একটি হিন্দু মেয়ে ও এক মুসলিম যুবক। মেয়েটির পরিবার যাতে তাঁকে মেনে নিয়ে গ্রহণ করে, সেজন্য ধর্ম বদলানোর কথা স্বীকার করেছেন যুবকটি। মুসলিম থেকে হিন্দু হয়েছেন। কিন্তু মেয়েটির পরিবারের সংশয়, ছেলেটি সত্যি বলছে না, ধর্মবদলের বিষয়টি লোকদেখানো, ভুয়ো। সু্প্রিম কোর্টে মেয়েটির বাবার আইনজীবী দাবি করেন, বোঝানোর চেষ্টা করেন যে, ছেলেটি মেয়েদের ফাঁদে ফেলার চক্রে যুক্ত।
বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ যুবকটিকে হলফনামা পেশ করে তাঁর দাবির সত্যতা প্রমাণ করতে বলে। তাঁর কাছে এও জানতে চায়, তিনি আর্য সমাজ মন্দিরে বিয়ের পর নাম বদল করেছেন কিনা। নাম পরিবর্তনে সঠিক আইনি পদ্ধতি মেনেছেন কিনা, তাও জানতে চায়। আদালত ভিন ধর্ম ও জাতের মধ্যে বিয়ের বিরোধী নয় বলে জানিয়েছে বেঞ্চ। বলেছে, আমাদের একমাত্র চিন্তা মেয়েটির ভবিষ্যত নিয়ে। ওর ভবিষ্যত্ সুরক্ষিত থাকা উচিত। মেয়েটির বাবার আইনজীবী জানান, তার নিরাপত্তার প্রয়োজন নেই।
শীর্ষ আদালত যুবকের উদ্দেশে বলেছে, স্ত্রীর ‘অনুগত স্বামী’ হয়ে থাকুন, ‘বড় প্রেমিক’ হয়ে উঠুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement