Madan Mitra: পঞ্চায়েত ভোটের আগে ফের প্রচ্ছন্ন হুঁশিয়ারি, মদন-নিশানায় শুভেন্দু
পঞ্চায়েত ভোটের আগে ফের প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুর মদন মিত্রর গলায়! তুলো, ব্য়ান্ডেজের কথা বলে কী বোঝাতে চাইলেন তৃণমূল বিধায়ক? পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, হুমকি হুঁশিয়ারির পারদ ততই চড়ছে।

সমীরণ পাল ও শিবাশিস মৌলিক ও বিটন চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধীদের উদ্দেশে ফের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন মদন মিত্র (Madan Mitra)। কামারহাটির তৃণমূল বিধায়কের গলায় উঠে এল তুলো, ব্যান্ডেজের কথা! একইসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) এদিন তুলোধনা করেন মদন মিত্র। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপিও (BJP)।
তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেছেন, 'আমরা কাউকে ট্যাকল করতে যাওয়ার আগে ওর প্রেশারটা আমরা মেপে নিচ্ছি। ব্যান্ডেজ রয়েছে, তুলো রয়েছে। ব্যান্ডেজটা খুব কাজে লাগবে। ব্যান্ডেজটা অনেকসময়ে কেটে গেলেও লাগে। আবার না কাটলেও ব্যান্ডেজ দিয়ে চলে গেলে খুব ভাল হয় । অনেক কাজে লাগে।'
পঞ্চায়েত ভোটের আগে ফের প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুর মদন মিত্রর গলায় ! তুলো, ব্য়ান্ডেজের কথা বলে কী বোঝাতে চাইলেন তৃণমূল বিধায়ক? পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, হুমকি হুঁশিয়ারির পারদ ততই চড়ছে। তালিকায় রয়েছেন তৃণমূলের (tmc) নেতারাও। এই প্রেক্ষাপটে সম্প্রতি দলের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
কিন্তু, তারপর ফের তৃণমূল বিধায়ক মদন মিত্রর গলায় শোনা গেল প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুর। যা নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। নতুন বছর আসার আগেই, সম্প্রতি আবার নতুন তারিখ-রহস্য় তৈরি করেছেন তিনি। এই প্রেক্ষাপটে ডিসেম্বরের শেষ লগ্নে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে নিশানা করেছেন মদন মিত্র!
পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতাও। মদন মিত্র আরও বলছেন, কবে পঞ্চায়েত, এখন থেকে দেখ, মেডিক্যালের ক্যাম্প করে ফেলেছে। কারণ, যেভাবে বিজেপি নোংরামি করছে, যা অসভ্যতা করছে, যেভাবে বিরোধী দলনেতা শুভেনদু অকথ্য, নোংরা কথা বলছে, তাতে তো মানুষ যে কোনও সময় আক্রান্ত হতে পারে। আর কয়েকমাস গেলেই পঞ্চায়েত ভোট। তবে বছর ঘোরার আগেই শাসক-বিরোধী তরজায় রাজ্য় রাজনীতির পারদ সপ্তমে।
উল্লেখ্য, রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের নিয়ে এহেন মন্তব্য করে নতুন বিতর্ক বাধালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বললেন, মাসে ৫০০ টাকার জন্য বাংলার মানুষ, ভিখারি হয়ে গেছে! তাঁর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের প্রতিক্রিয়া, বাংলার মানুষকে অপমান করেছেন দিলীপ।
আরও পড়ুন: Mamata Banerjee: পিসিঠাকুমা ও বাবার পাশে ছোট্ট আজানিয়া, মধ্যরাতে বড়দিনের প্রার্থনায় মমতা-অভিষেক






















