Darjeeling News: সেবক-রংপো রেললাইনের কাজ চলাকালীন দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক
Darjeeling News Update: এই নিয়ে দ্বিতীয়বার। ফের সেবক-রংপো (Sebak-Rangpo) রেল প্রকল্পের কাজ চলাকালীন মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে দার্জিলিঙের কালিখোলায়।
বাচ্চু দাস, কার্শিয়ঙ: ফের সেবক-রংপো (Sebak-Rangpo) রেললাইনের কাজ চলাকালীন দুর্ঘটনা (Accident)। দার্জিলিঙের (Darjeeling) কালিখোলায় আচমকা মাটি ধসে মৃত্যু হল দুই শ্রমিকের। ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ কাজ।
এই নিয়ে দ্বিতীয়বার। ফের সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলাকালীন মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে দার্জিলিঙের কালিখোলায়। সূত্রের খবর, রেলের সেতু নির্মাণের জন্য পিলার তৈরির মাটি কাটা হচ্ছিল।খাদে নেমে মাটি কাটছিলেন দুই শ্রমিক।
আচমকাই মাটি ধসে চাপা পড়ে যান। এরপর অন্যান্য শ্রমিকদের তৎপরতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সেখানকারই এক শ্রমিক জানান, মাটি কাটা হচ্ছিল। ধসে চাপা পড়ে। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন সন্তোষ রায় ও কারু ওঁরাও। তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা। এর আগে গত জুন মাসে রেল প্রকল্পের কাজ চলাকালীন ভয়াবহ ধসের কবলে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়। আপাতত বন্ধ রাখা হয়েছে প্রকল্পের কাজ।
চলতি বছর জুন মাসে কালিম্পং সদর থেকে ২৫ কিলোমিটার দূরে ভালুখোলা এলাকায় শিলিগুড়ি-সিকিম রেলপথ নির্মাণের সময় বড় দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত দুই শ্রমিক, জখম হন অন্তত পাঁচ জন। তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী কালিম্পং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকে সাত কর্মীকে উদ্ধার করা হয়েছিল। উদ্ধারের সময় প্রত্য়েকেই জীবিত ছিল। পরে তাঁদের মধ্যে দুজনকে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
মালদার (Malda) ইংরেজবাজারে (Englishbazar) এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর মৃত্যুকে (Police Mysterious Death) ঘিরে চাঞ্চল্য। তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী। কীভাবে ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ (Malda Police)।