Dona Ganguly Update: প্রবাসেও বসন্ত উৎসব, নাচে-গানে লন্ডনে দোল পালন ডোনার
Dona Ganguly Update: সাহেবিয়ানার দেশ লন্ডনেও তাঁর রেশ দেখা গেল। নাচ-গানের সমাবেশ ঘিরে উৎসাহ দেখে বোঝার জো নেই সাত সমুদ্র তেরো নদীর ওপার বলে।
কলকাতা: বাংলার দোল উৎসবকে (Dol 2022) সুদূর লন্ডনে চেনে নিয়ে গেলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। তাঁর তত্ত্বাবধানে সেখানে পালিত হল রঙের উৎসব, যার উদ্যোক্তা ছিল লন্ডনে ভারতের হাই কমিশন (Indian High Commission in London)। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নাচে-গানে-সুরে রঙিন হয়ে উঠল দ্য নেহরু সেন্টার। প্রবাসের মাটিতে বসন্ত উৎসব পালনের এই জিগিরই মুছে দিল সব দূরত্ব।
শুক্রবার বাংলা-সহ দেশ জুড়ে পালিত হয়েছে দোল উৎসব। সাহেবিয়ানার দেশ লন্ডনেও তাঁর রেশ দেখা গেল। নাচ-গানের সমাবেশ ঘিরে উৎসাহ দেখে বোঝার জো নেই সাত সমুদ্র তেরো নদীর ওপার বলে। বরং আবিরের ছটায় মিলেমিশে একাকার হয়ে গেলেন প্রবাসী বাঙালিরা। উপচে পড়া আনন্দ ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়।
আরও পড়ুন: Amitabh on Holi 2022: হোলি উপলক্ষে জয়ার সঙ্গে অমিতাভ বচ্চনের বিশেষ ছবিতে মুগ্ধ নেট দুনিয়া
লন্ডনে এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ডোনা। প্রবাসে বসন্ত উৎবকে সফল করার জন্য পাঁচ দিন ধরে কর্মশালার আয়োজন করেন শিল্পী। সেখামে নৃত্যানুষ্ঠানে যাঁরা অংশ নেন, তাঁদের অনেকেই কোনওদিন নাচের তালে পা মেলাননি। ডোনার পাঁচ দিনের কর্মশালাতেই প্রথম প্রশিক্ষণ নিয়েছেন। তাতেই সফল হয়েছে অনুষ্ঠান।
প্রবাসে বসন্ত উৎসবে অংশ নিয়ে কী প্রতিক্রিয়া জানতে চাইঅলে ডোনা বলেন, “খুব আনন্দ হয়েছে। মেয়ের জন্য বিদেশে রয়েছি। প্রতিবার কলকাতায় বড় করে অনুষ্ঠান করি। এ বার এখানে করলাম। ভালই হয়েছে।”
ডোনা জানিয়েছেন, অংশগ্রহণকারীদের অনেকেই নাচের অ, আ, ক, খ জানতেন না। হাতে ধরে তাঁদের প্রশিক্ষণ দিয়েছেন। সব মিলিয়ে দোলে উৎসব মুখর টেমসের তীরও। লন্ডনের মাটিতে এমন অনুষ্ঠআন করতে পেরে খুশি শিল্পীরাও।