Durgapur: পথ দুর্ঘটনায় শিশুকন্যার মৃত্যুতে রণক্ষেত্র পাণ্ডবেশ্বর
Durgapur News: আহত হয়েছেন চালক। এরপরই এলাকা ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে এলাকায় বিপুল উত্তেজনা তৈরি হয়। রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল পাণ্ডবেশ্বর (Pandaveswar)। বাইক ও লরির ধাক্কায় মৃত্যু হয় এক শিশুকন্যার। আহত হয়েছেন চালক। এরপরই এলাকা ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে এলাকায় বিপুল উত্তেজনা তৈরি হয়। রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এছাড়া পুলিশের সঙ্গে বচসা ও ধাক্কা ধাক্কা হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এলাকার মানুষ।
সূত্রের খবর, এদিন সন্ধেবেলা বাইকে করে এক ব্যক্তি এক বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছিলেন। পাণ্ডবেশ্বর থেকে গৌর বাজার এলাকার দিকে যে রাস্তা, সেখানেই একটি লরি সেই বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সেই ৫ বছরের বাচ্চা মেয়েটির মৃত্যু হয়। বেশ আশঙ্কাজনক অবস্থায় আহত বাইক চালককে তড়িঘড়ি কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপরই ঘটনাস্থলে এলাকার বাসিন্দারা এসে বিক্ষোভ দেখানো শুরু করেন। কেন রাস্তায় বাম্পার নেই তা নিয়ে অভিযোগ তোলেন তাঁরা। দীর্ঘদিন বলার পরেও বাম্পার তৈরি করা হয়নি রাস্তায়। এছাড়াও সেই রাস্তায় নেই কোনও ট্রাফিক, সেই অভিযোগে টায়ার জ্বালানো হয়। সন্ধে ৭ থেকে ৯টা পর্যন্ত রাস্তা অবরোধ থাকে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, ডিসি অভিষেক গুপ্ত জানিয়েছেন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।
কয়েক সপ্তাহ আগে, বিয়েবাড়ি থেকে ফেরার পথে, পাণ্ডবেশ্বরের (Pandaveswar) খোট্টাডিহিতে দুর্ঘটনা ঘটেছিল। এক মহিলা ও চালক-সহ ৩ জনের মৃত্যু হয়েছিল। আহত আরও ৭ জন। ভোর ৪টে নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে (National Highway) পাণ্ডবেশ্বরের ভাটা মোড়ে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত ও আহতরা পশ্চিম বর্ধমানের (West Burdwan) চিত্তরঞ্জনের বাসিন্দা। বীরভূমের (Birbhum) সিউড়ি (Suri) থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা অথবা চলন্ত গাড়ির পিছনে ধাক্কা মারেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক।
স্থানীয় সূত্রে খবর ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি সংলগ্ন ভাটা মোড়ে ঘটে এই দুর্ঘটনা। ভোররাতে ফাঁকা সড়কে দুর্ঘটনাটি ঘটায় কীভাবে সেটি ঘটল বিষয়টি পরিষ্কার নয়। জানা গিয়েছিল, আহত ও নিহত সকলের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন এলাকার।