Howrah Train Service : ঘন কুয়াশার জের, জানুন হাওড়া থেকে কোন কোন দিকে ট্রেন পরিষেবা ব্যাহত
Train Service Disrupted : পূর্ব রেলের হাওড়া শাখাতেও লোকাল ট্রেন চলাচলে প্রভাব পড়ে।
সুনীত হালদার, হাওড়া : কুয়াশার চাদরে মোড়া সকাল। কলকাতা থেকে জেলা, সর্বত্র একই ছবি। কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সকালে আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কুয়াশার প্রভাব পড়ল ট্রেন চলাচলেও।
ঘন কুয়াশায় ব্যাহত ট্রেন পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-শালিমার, পাঁশকুড়া-হলদিয়া ও খড়গপুর-ভদ্রক শাখায় সকালের দিকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। হাওড়াগামী বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে ঢোকে। দুর্ঘটনা এড়াতে লোকাল ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। পূর্ব রেলের হাওড়া শাখাতেও লোকাল ট্রেন চলাচলে প্রভাব পড়ে।
অন্যদিকে, দৃশ্যমানতা কমে যাওয়ায় হুগলির কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি-সহ বেশ কয়েকটি জায়গায় ফেরি চলাচল বন্ধ। এর ফলে উত্তর ২৪ পরগনার সঙ্গে হুগলির জলপথে যোগাযোগ ব্যাহত হয়েছে।
সকাল থেকে কলকাতা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করতে পারেনি। অন্য রাজ্য থেকে আসা বিমানগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অধিকাংশ বিমান রাঁচিতে অবতরণ করেছে। বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের ভিড়।
কলকাতা থেকে জেলা, সর্বত্র একই ছবি। কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সকালে আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঘন কুয়াশার আস্তরণ। বেলা বাড়লে আংশিক পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমই। যদিও আবহাওয়া দফতর আগে সোমবার রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছিল। তবে http://imdkolkata.gov.in/ সূত্র বলছে বৃষ্টি হতেই পারে আজ।
Day | সর্বনিম্ন তাপমাত্রা |
সর্বোচ্চ তাপমাত্রা |
কেমন আবহাওয়া |
---|---|---|---|
21-Feb | ১৭.0 | ২৬.0 | আংশিক মেঘলা আকাশ, দিনের শুরুতে কুয়াশা, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা |
22-Feb | ১৭.0 | ২৮.0 | মেঘলা আকাশ |
23-Feb | ১৯.0 | ২৯.0 | মূলতঃ পরিস্কার আকাশ |
24-Feb | ২০.0 | ৩০.0 | মূলতঃ পরিস্কার আকাশ |