Maynaguri News: পুরপ্রধান পদে কলঙ্কিত কেউ নয়, তৃণমূল নেতার নামে লিফলেট ময়নাগুড়িতে, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপি-র
Maynaguri News: ময়নাগুড়ির সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী মহলের তরফে এমন উদ্যোগ বলে লিফলেটে উল্লেখ করা রয়েছে।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: প্রার্থী তালিকা নিয়ে কম বিক্ষোভ হয়নি। তার পরেও জনসমর্থন তাদের পক্ষেই গিয়েছে। এ বার পুরপ্রধান পদ নিয়েও অশান্তির আঁচ টের পাওয়া যাচ্ছে জলপাইগুড়িতে (Jalpaiguri News)। তৃণমূল নেতার নামে লিফলেট বিলি হয়েছে সেখানে। তাতে কলঙ্কিত কাউকে পুরপ্রধান পদে না বসানোর কথা হয়েছে। কিন্তু নেতার দাবি, তাঁর নাম ব্যবহার করে অন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে। তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।
জলপাইগুড়ির ময়নাগুড়ি (Maynaguri News) শহরের খাগড়াবাড়ি এলাকার ঘটনা। তৃণমূলের (TMC) প্রাক্তন বিধায়ক তথা এ বারে ৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হওয়া কাউন্সিলর অনন্তদেব অধিকারী এবং এলাকার চার বর্ষীয়ান তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ এনে লিফলেট বিলি হয়েছে সেখানে। তাতে সকলের বিরুদ্ধে নানা কথা লেখা রয়েছে বলে অভিযোগ।
ময়নাগুড়ির সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী মহলের তরফে এমন উদ্যোগ বলে লিফলেটে উল্লেখ করা রয়েছে। নীচে কমল রায় নামের এক ব্যক্তির কথা উল্লেখ রয়েছে। দেওয়ার রয়েছে তাঁর ফোন নম্বরও। এই কমল খাগড়াবাড়ি ১ নম্বর জিপি-র তৃণমূল বুথ সভাপতি। তাঁর নামের উপরে লিফলেটে লেখে রয়েছে, ‘পুরপ্রধানের পদে কলঙ্কিত কাউকে বসিয়ে দিদির নাম কলঙ্কিত করবেন না।’
কিন্তু এ সবের কিছুই তিনি জানেন না বলে দাবি কমলের। তিনি বলেন, ‘‘এ সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। বিরোধী দলের কেউ আমার নামে লিফলেট ছাপিয়েছে। অপরাধীদের শাস্তি চাই। ময়নাগুড়ি থানায় অভিযোগ জানিয়েছি আমি।’’
তবে এই গোটা ঘটনায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে। বিজেপি-র (BJP) অভিযোগ, সবটাই তৃণমূলের চালাকি, নাটক। তাদের দাবি, চেয়ারম্যানের চেয়ার নিয়ে টেন্ডার বার করা হয়েছে। যাঁরা যত বেশি টাকা দিতে পারবেন, তাঁরই চেয়ারম্যান করবে তৃণমূল। এই গোটা ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ বলেও দাবি করে বিজেপি।