Jhargram News: মাওবাদীদের ডাকা বনধের প্রভাব কোথায় কতটা পড়ল?
জানা গিয়েছে, ঝাড়গ্রাম সহ বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, লালগড়, শিলদা, দহিজুড়িসহ বিস্তীর্ণ এলাকায় মাওবাদীদের ডাকা বনধের ভালোই সাড়া মিলেছে। বনধের প্রভাবে চলছে না বেসরকারি বাস, বন্ধ রয়েছে দোকান-বাজার
অমিতাভ রথ - পূর্ণেন্দু সিংহ, ঝাড়গ্রাম: আজ বাংলা বনধের (Strike) ডাক দিয়েছে মাওবাদীরা (Maoist)। আত্মসমর্পন করে জীবনের মূল স্রোতে ফিরে আসা মাওবাদীদের স্পেশাল হোমগার্ড হিসেবে চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে বাংলা বনধের ডাক দেয় মাওবাদীরা। তাদের ডাকা বনধের প্রভাব পড়ল ঝাড়গ্রামসহ বিনপুর ১ ও ২ নম্বর ব্লকে।
মাওবাদীদের ডাকা বনধের প্রভাব-
জানা গিয়েছে, ঝাড়গ্রাম সহ বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, লালগড়, শিলদা, দহিজুড়িসহ বিস্তীর্ণ এলাকায় মাওবাদীদের ডাকা বনধের ভালোই সাড়া মিলেছে। বনধের প্রভাবে চলছে না বেসরকারি বাস, বন্ধ রয়েছে দোকান, বাজার। রাস্তাঘাটও কার্যত জনশূন্য। বাঁকুড়ার জঙ্গলমহলেও মাওবাদীদের ডাকা বনধের বেশ প্রবাব পড়েছে বলেই জানা যাচ্ছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া লাগোয়া রানিবাঁধ, রাইপুর ও সারেঙ্গা ব্লকে ভালো সাড়া মিলেছে। এই জায়গাগুলিতেও দোকান, বাজার বন্ধ। এবং যান চলাচলও বন্ধ রয়েছে।
আরও পড়ুন - Bankura News: ঝগড়া থামিয়ে আচমকা কামড়, বেঘোরে মৃত্যু বৃদ্ধের, আতঙ্ক বাঁকুড়ায়
প্রসঙ্গত, গতকালই বাঁকুড়ার (Bankura) বারিকুল থানার মেলাড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দতল মোড় এলাকায় একটি গাছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ পোস্টারটি উদ্ধার করে। দুষ্কৃতীদের রাজ্য পুলিশের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগের অভিযোগ তুলে তার প্রতিবাদে শুক্রবার অর্থাৎ আজ বাংলা বনধের ডাক দেয় মাওবাদীরা। সেই বনধের সমর্থনে গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম ও বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। ফের পোস্টার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য তৈরি হয় বাঁকুড়ার বারিকুল থানা এলাকায়। কে বা কারা এই পোস্টার দিচ্ছে তা জানতে পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে। বাঁকুড়া জেলা পুলিশের দাবি দ্রুত এই ধরনের পোস্টার দেওয়ার ক্ষেত্রে যুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। বারংবার জঙ্গলমহলে মাওবাদী পোস্টার পড়াকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানউতোর। শাসক তৃণমূলের দাবি মাওবাদী বলে কিছু নেই। জঙ্গলমহল জুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলে অশান্তি তৈরির উদ্দেশেই এই ধরনের পোস্টার দিচ্ছে বিরোধীদলগুলি। বিজেপি এই অভিযোগ অস্বীকার করে পালটা এর জন্য শাসক দলকেই কাঠগোড়ায় তুলেছে। বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এমন ঘটনা ঘটেছে।