রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ২০১৬ সালের বর্জ্য নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রণয়ন হচ্ছে কি না, তার উপর নজরদারি চালিয়েই বাংলায় লঙ্ঘন চোখে পড়েছে বলে রিপোর্ট জমা পড়ে। তার পরই এমন নির্দেশ।
National Green Tribunal: বর্জ্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, ক্ষতি হচ্ছে পরিবেশের! বাংলাকে ৩৫০০ কোটি জরিমানা করল গ্রিন ট্রাইব্যুনাল
West Bengal Government: তাদের অভিযোগ, বাংলার সরকার তরল এবং সব ধরনের বর্জ্য নিয়ন্ত্রণে ব্যর্থ। এতে পরিবেশের অপরিসীম ক্ষতি হচ্ছে।
কলকাতা: পরিবেশের ক্ষতিসাধণের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে মোটা টাকার জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (National Green Tribunal)। তাদের অভিযোগ, বাংলার সরকার তরল এবং সব ধরনের বর্জ্য নিয়ন্ত্রণে ব্যর্থ (Waste Management)। এতে পরিবেশের অপরিসীম ক্ষতি হচ্ছে। তাই ক্ষতিপূরণ বাবদ রাজ্যকে ৩ হাজার ৫০০ কোটি টাকা জরিমানা করেছে তারা। আগামী দু'মাসের মধ্যে ক্ষতিপূরণের টাকা মেটাতে হবে (Environmental Compensation)।
বর্জ্য নিয়ন্ত্রণে ব্যর্থ বাংলা! জরিমানা করল গ্রিন ট্রাইব্যুনাল
গ্রিন ট্রাইব্যুনালের দাবি, নিকাশি প্রণালীকে গুরুত্ব দিয়ে দেখছে না বাংলার সরকার। ২০২২-'২৩ অর্থবর্ষের বাজেটে নগর এবং পৌরসভা এলাকার উন্নয়নের জন্য ১২ হাজার ৮১৮ কোটি টাকা বরাদ্দ করা হলেও পরিবেশ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না বাংলা সরকার।
The National Green Tribunal (NGT) has imposed Environmental Compensation of Rs 3500 crores on the state of West Bengal for allegedly not managing solid as well as liquid waste management causing harm to the environment. pic.twitter.com/f4rVWFkOQa
— ANI (@ANI) September 3, 2022
আরও পড়ুন: Suvendu Adhikari: অডিও ক্লিপ প্রকাশ করলেই হবে না, নম্বরও মিলতে হবে, অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর
স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয় বলে জানিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল। গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপার্সন, বিচারপতি একে গোয়েল জানিয়েছেন, নাগরিকদের জন্য দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার দায়িত্ব সাংবিধানিক ভাবেই রাজ্যের উপর পড়ে। দূষণমুক্ত পরিবেশে প্রাণ খুলে শ্বাস নেওয়া নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। অর্থের ঘাটতির দোহাই দিয়ে তা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা যায় না।
তাই গ্রিন ট্রাইব্যুনালের কথায়, "পরিবেশের ক্ষতিসাধন রুখতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি, আগের ভুলের মাশুলও দিতে হবে রাজ্যকে। তাই জরিমানা করা হচ্ছে।" এর পরও ঢিলেমি চোখে পড়লে, অতিরিক্ত জরিমানাও করা হবে বলে জানিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল।
ঢিলেমি চোখে পড়লে জরিমানার অঙ্ক বাড়বে বলে সতর্ক করল ট্রাইব্যুনাল