Maheshtala: মৃত্যুর সঙ্গে পাঞ্জা, ১০ তলা থেকে পড়েও জীবনে ফিরছে শিশু
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে। অবশেষে স্বস্তি। সুস্থ হয়ে কাল বাড়ি ফিরছে সে।
কলকাতা: প্রায় দু'মাস পর হাসি ফুটল পরিবারের মুখে। মহেশতলায় (Maheshtala) অভিজাত আবাসনের ১০ তলার ফায়ার ডাক্ট থেকে পড়ে গুরুতর জখম হয়েছিল শিশুকন্যা (Girl Child)। সে সুস্থ হয়ে বাড়ি ফিরছে কাল । গত ২ ডিসেম্বর লুকোচুরি খেলতে গিয়ে ঢুকে পড়ে ওই শিশু । পরিবারের লোকেরা অভিযোগ করেন, খোলা ছিল ফায়ার ডাক্টের দরজা । সেখানে ঢুকতেই প্লাইউড ভেঙে ১০ তলা থেকে একের পর এক ফ্লোরে ধাক্কা খেতে খেতে হুড়মুড়িয়ে নীচে পড়ে যায় শিশুকন্যা । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিএমআরআই হাসপাতালে (CMRI Hospital) ভর্তি করা হয়। দীর্ঘদিন ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে । অবশেষে স্বস্তি । সুস্থ হয়ে কাল বাড়ি ফিরছে সে ।
রাজ্যের অন্য আরেক ঘটনা
সম্প্রতি শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের মধ্যেই আচমকা বিপর্যয় । প্যান্ডেলের খোলা তার-এ এবার প্রাণ গেল এক শিশুর । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছিল নদিয়ার (Nadia) শান্তিপুরে (Shantipur)। স্থানীয় সূত্রে খবর, পরিবারের এক সদস্যর মৃত্যুর কারণে দু'দিন বাদেই শ্রাদ্ধ । আর সেই কারণে প্যান্ডেলের এবং ইলেকট্রিকের কাজ চলছিল বাড়িতে । এ দিকে সন্ধ্যার সময় বাড়ির এবং প্রতিবেশী আত্মীয়দের ছেলেমেয়েরা একসঙ্গে খেলা করছিল । সেই সময় ইলেকট্রিকের খোলা তার লেগে হঠাৎই মৃত্যু হল এক চার বছরের শিশু কন্যার ।
অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শান্তিপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বানকপাড়ায় । জানা যায়, মৃত ওই শিশু কন্যার নাম রাখি সর্দার । জানা গিয়েছে, অত্যন্ত অভাবী সংসারের খরচ যোগাতে বাবা প্রশান্ত সর্দার রাজ্যের বাইরে কাজ করে । রাখির এক দাদা এবং মা-ও রয়েছে। প্রশান্ত সর্দারের প্রতিবেশী দেখে যে এক ভাইয়ের বাড়িতে প্যান্ডেলে শিশুরা খেলার মাঝে মাটিতে শুয়ে পড়েছে রাখি । এর পর গরম দুধ খাইয়ে শিশুটিকে সুস্থ করে তোলা হয় ।
আরও পড়ুন: Birbhum News:পথ দুর্ঘটনায় মৃত্যু এক জনের, কীর্ণাহারের ঘটনায় জখম আরও ১
শান্তিপুর হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পরিবারের পক্ষ থেকে জানানো হয় বৈদ্যুতিক , কাজকর্ম করার গাফিলতিতেই এই দুর্ঘটনা । ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।