Bastu Sastra : এই গাছ ঘরে লাগান, দেখুন তো ব্যাঙ্ক ব্যালেন্স আর মেজাজে তফাৎ আসে কি না
অনেক গাছপালাকে এতই শুভ বলে মনে করা হয় যে, এগুলোকে ঘরে রাখলে অনেক ধরনের বাস্তুদোষ দূর হয়। কিছু গাছ আবার রোগ বালাইও দূর করে।
কলকাতা : সবুজ দেখলেই চোখ জুড়িয়ে যায় ? মন ভাল হয়ে যায় ? গাছ শুধু মন ভাল করে তাই নয়, ডেকে আনতে পারে সৌভাগ্যও। বাস্তুশাস্ত্রেও উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বলা হয়ে থাকে যে কিছু গাছপালা ঘরে রাখলে ইতিবাচক মনোভাব আসে। আবার কিছু গাছ নেতিবাচক মনোভাব বয়ে আনে। অনেক গাছপালাকে এতই শুভ বলে মনে করা হয় যে, এগুলোকে ঘরে রাখলে অনেক ধরনের বাস্তুদোষ দূর হয়। কিছু গাছ আবার রোগ বালাইও দূর করে। আসুন জেনে নেই এমন কিছু গাছের কথা, যা ইতিবাচক মনোভাব আনার পাশাপাশি মশা ও পোকামাকড় দূর করতে সাহায্য করে। এছাড়াও ঘরে সতেজ ভাব আনে।
পুদিনা- বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে পুদিনা বা Mint গাছ লাগানো ভাল বলে মনে করা হয়। এই গাছ নাকি মশা ও মাছি তাড়াতে পারে। বাড়িতে এই গাছ লাগালে মশা ও মাছি আসে না। এছাড়াও, ঘরে সতেজ ভাব বজায় থাকে।
নিম- বাড়িতে নিম (Neem) গাছ লাগানোও ভালো বলে মনে করা হয়। নিমে অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আছে। এই গাছ অনেক রোগ থেকে রক্ষা করে। মনে করা হয়, এই গাছ যেখানেই থাকুক না কেন, এর চারপাশে পোকা-মাকড় আসে না। অনেক জায়গায় নিম পাতার ধোঁয়াও মশা তাড়াতে ব্যবহার করা হয়।
ইউক্যালিপটাস (eucalyptus)- ইউক্যালিপটাস গাছও ঘরে সতেজতা এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে। এর উপাদান মশা, মাছি ও পোকামাকড় তাড়িয়ে দেয়। সেজন্য এটি বাড়িতে রাখলে উপকার পাওয়া যায়।
তুলসী (Basil)- তুলসী গাছ পুজোর কাজে লাগে। এটি ঘরে রাখলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস। ঘরে তুলসী গাছ লাগালে ইতিবাচক মনোভাব আসে। তুলসীতে উপস্থিত প্রাকৃতিক গুণাগুণ মশা দূরে রাখে। এমনকী পিঁপড়ে এবং ছোট পোকামাকড়ও এর সুগন্ধে আশেপাশে আসে না।
লেমন গ্রাস (Lemon Grass)- লেমন গ্রাস মশা তাড়াতে সাহায্য করে।এই গাছের পাতা ছিঁড়ে চা-তে দিয়ে খেলে রোগও দূর হয়।