West Bengal News Live Updates: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৭০৩, বাড়ল মৃত্যুও
পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার জিজ্ঞাসাবাদের পর, ফের ডেকে পাঠিয়েছে ইডি। রাজ্যের আইনমন্ত্রীকেও ইডি তলব করেছে বলে ANI সূত্রে খবর।
LIVE
Background
গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। সোমবার আইকোর-মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আর কয়লাকাণ্ডের তদন্তে, এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর। এরইমধ্যে কয়লাকাণ্ডে আগামী সপ্তাহের মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আর তৃণমূলের হেভিওয়েটদের কেন্দ্রীয় এজেন্সির পরপর এই তলব ঘিরেই চড়ছে বঙ্গ রাজনীতির পারদ।
গত সোমবার দিল্লিতে ইডি-র দফতরে গিয়ে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডি সূত্রে দাবি, এরপর ফের ডাকা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।কিন্তু, কম সময়ের নোটিসে যেতে পারবেন না বলে জানান তিনি। এবার ২১ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের দিল্লির সদর দফতরে ডেকেছে ইডি।
শিল্পমন্ত্রীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এবং আইনমন্ত্রীকে ইডির তলবের পাশাপাশি এই বিষয়টি নিয়েও । সুর চড়িয়েছে তৃণমূল । পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তৃণমূল-বিজেপি তরজায় কটাক্ষ সিপিএমের। সব মিলিয়ে ভবানীপুরে উপ নির্বাচনের মুখে, কেন্দ্রীয় সংস্থার লাগাতার তলব ঘিরে সরগরম রাজনীতি।
West Bengal News Live : জলপাইগুড়ি সদর হাসপাতালে সক্রিয় দালাল চক্র
জলপাইগুড়ি সদর হাসপাতালে সক্রিয় দালাল চক্র। রক্তের বিনিময়ে টাকা চাইতে গিতে হাতেনাতে পাকড়াও। রক্তের বিনিময়ে রোগীর পরিবারের থেকে ৩০০০ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
West Bengal News Live : ফুসফুসে ভাইরাস সংক্রমণের জেরে রাজ্যে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ, প্রাথমিক অনুমান
রাজ্যে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ। পরীক্ষার পর দেখা গিয়েছে করোনা, ডেঙ্গি, চিকুনগুনিয়া, স্ক্র্যাব টাইফাস নেই। ফুসফুসে ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে প্রাথমিক অনুমান। বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। রাজ্যব্যাপী জ্বরের কারণ পর্যালোচনা, পদক্ষেপে পরামর্শ দেবে সেই কমিটি। জানালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
West Bengal News Live : অবৈধভাবে নেপালে প্রবেশের সময় চিনা নাগরিককে আটক এসএসবি-র
অবৈধভাবে নেপালে প্রবেশ করার সময় এক চিনা নাগরিককে আটক করল এসএসবি। তাঁর সঙ্গে থাকা শিলিগুড়ির এক বাসিন্দাকেও আটক করা হয়। সোমবার ভোররাতে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডারের ৪১ নম্বর ব্যাটেলিয়নের এসএসবির হাতে ধরা পড়ে তারা।
West Bengal News Live : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৭০৩, বাড়ল মৃত্যুও
সোমবার সংক্রমণ কমলেও ফের চিন্তা বাড়াচ্ছে মঙ্গলবারের আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৫৮,১১৭ জন। রাজ্যে বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ১ দিনে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। সংক্রমণে আজও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।
West Bengal News Live : খড়গপুরে রেলব্রিজের কাজ ঘিরে তৃণমূল-বিজেপি তীব্র চাপানউতোর
খড়গপুরে রেলব্রিজের কাজ ঘিরে তীব্র হল তৃণমূল-বিজেপি চাপানউতোর। দিলীপ ঘোষের অভিযোগ, তাদের কাছ থেকে মালপত্র নেওয়ার জন্য রেলের ঠিকাদারদের চাপ দিচ্ছে তৃণমূল। রেলের ব্যর্থতা ঢাকতে নজর ঘোরাতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।