West Bengal News Live Updates: শাসক দ্বারা আক্রান্ত হলেই পাশে দাঁড়াবে বিজেপি, জানালেন শুভেন্দু
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব খবর একনজরে
LIVE
Background
কলকাতা : কলকাতা পুলিশের (Kolkata Police) আধুনিকীকরণের উদ্যোগ। আলিপুর বডিগার্ড লাইন্সে ১০টি ভ্রাম্যমান তদন্তকারী যান ও ১৮টি ভ্রামমান শৌচাগারের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ৪টি মোবাইল কিচেনেরও উদ্বোধন হয়। পাশাপাশি পুলিশ কর্মী ও সাধারণ মানুষের সুবিধায় কলকাতা পুলিশের তরফে একটি ডায়গনস্টিক সেন্টার চালু হয়। যেখানে ২৪ ঘণ্টা মিলবে পরিষেবা।
আলিপুরদুয়ারের (Alipurduar) ভাটিবাড়ি আউটপোস্টের ওসি-কে হেনস্থা। স্থানীয় একটি বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগ। ভাটিবাড়ি আউটপোস্টের ওসি পার্থ বর্মনকে হেনস্থার ছবি ভাইরাল। সিভিল ড্রেসে থাকা ভাটিবাড়ি আউটপোস্টের ওসি-কে হেনস্থা। ওসি-কে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
বেহালার (Behala) চড়কতলার পর এবার বৌবাজারের জাকারিয়া স্ট্রিটে ধুন্ধুমার। তৃণমূল কাউন্সিলরের উপর হামলার অভিযোগ উঠল নির্দল কাউন্সিলরের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযুক্তর দাবি, দুষ্কৃতীদের এনে হামলা চালান তৃণমূল কাউন্সিলরই। দু’পক্ষের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে ২ অভিযুক্তর বাড়িতে সিবিআই। নরেন কান্দু ও সত্যবান প্রামাণিকের বাড়িতে সিবিআই। নরেন ও সত্যবানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হল অপর অভিযুক্ত আসিক খানের বাইকও।
মহেশতলায় ভিলেজ পুলিশের মাথায় মদের বোতল ভাঙল মদ্যপ। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে মদ কিনতে যাওয়ার প্রতিবাদ করতেই হামলার অভিযোগ। ভাঙা মদের বোতল দিয়ে ভিলেজ পুলিশের বুকে আঘাত। নববর্ষের রাতে মহেশতলার ময়নাগড়ের ঘটনা। হামলাকারীকে গ্রেফতার করেছে কালীতলা থানার পুলিশ।
শিবপুরের ফোরশোর রোডে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। পুলিশ সূত্রে খবর, প্রসেনজিৎ সামন্ত নামে ওই এসআই বাগনানের বাড়ি থেকে স্কুটারে চড়ে হাওড়া আদালতে ডিউটি করতে যাচ্ছিলেন। শিবপুরের ফোরশোর রোডে বাইকে ধাক্কা মারে ট্রেলার।
West Bengal News Live Updates: শতবর্ষে কলকাতার ক্লাব
শতবর্ষের আলোয় মধ্য কলকাতার ক্লাব ‘১৯২৩ ছাত্র সমিতি’। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেরিয়ে শহর প্রদক্ষিণ করল বর্ণাঢ্য শোভাযাত্রা। বছরভর চলবে নানা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা।
West Bengal News Live Updates: পাশে দাঁড়াবে বিজেপি: শুভেন্দু অধিকারী
বিধানসভায় একমাত্র বিরোধী বিধায়ক বিজেপিরই আছে। শাসক ও সরকারের দ্বারা যে আক্রান্ত হবে, বিধানসভার একমাত্র বিরোধী হিসেবে তাদের পাশে গিয়ে দাঁড়াবে বিজেপি। মন্তব্য শুভেন্দু অধিকারীর।
West Bengal News Live Updates: ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় পড়শি
গৃহবধূর আপত্তিকর ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ। দিঘায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার পড়শি যুবক। অভিযুক্তর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
West Bengal News Live Updates: লাঠিচার্জের অভিযোগ অস্বীকার পুলিশের
লাঠিচার্জের অভিযোগ অস্বীকার পুলিশের। পড়ে গিয়ে পা ভেঙেছেন বৃদ্ধা, দাবি পুলিশের। মূক-বধির নাবালিকাকে শ্লীলতাহানিতে অভিযুক্ত পলাতক।
West Bengal News Live Updates: পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের পাল্টা অভিযোগ
পুলিশকে ‘বাধা’ গ্রামবাসীদের একাংশের। পুলিশকে হেনস্থার অভিযোগ। পুলিশই লাঠিচার্জ করেছে, পাল্টা দাবি গ্রামবাসীদের। পুলিশের মারে এক বৃদ্ধার পা ভেঙে গিয়েছে বলে অভিযোগ।