WB News Live Updates: আনন্দপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE
Background
নারকেলডাঙা ক্যানাল ওয়েস্ট রোড থেকে বেআইনি পার্কিং সরাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা এবং পুলিশ-প্রশাসন। শনিবার ওই রাস্তার পরিস্থিতি সরেজমিনে দেখতে যান প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা। সেখানে বেআইনি ভাবে রাস্তা জুড়ে গাড়ি রাখা হয়েছে বলে অভিযোগ। তা হটাতে সোমবার থেকে মাইকে প্রচার চালানো হবে। তার পর গাড়ি সরানোর জন্য সাত দিন সময় দেওয়া হবে সকলকে। তার মধ্যে রাস্তা খালি না করলে গাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বাড়িতে জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar) ও রীতেশ তিওয়ারি। জল্পনা উস্কে বিজেপি (BJP) সাংসদের বাড়িতে সাময়িক বরখাস্ত ২ নেতা। সন্ধেয় শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়কও। যদিও বৈঠক নিয়ে মুখ খোলেননি কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস।
পথ কুকুরের গায়ে জড়ানো তৃণমূলের পাতাকা। দেখতে পেয়ে পতাকা খুলে নিলেন অগ্নিমিত্রা পাল। জোড়াফুল পতাকা তুলে রাখলেন পাশের টালির চালে। তৃণমূলের পতাকাকে অসম্মান করতে চান না বলেই টালির চালে পতাকা তুলে দেন বলে জানালেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। যদিও গোটাটাই প্রচারের আলোয় থাকার চেষ্টা বলে দাবি তৃণমূলের।
‘মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখবেন বললে তৃণমূল কর্মীরা ভরসা পায়’। ‘দলে অন্য পদাধিকারী থাকলেও মমতার বিকল্প নেই’। মমতার বার্তা প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের। ‘অভিষেক অনেকটা সময় ত্রিপুরায় দেন, অনেকটা সময় গোয়ায়’। অভিষেকও অবশ্যই সংগঠন দেখবেন, বললেন সৌগত।
ফের শহরে মিলল ভুয়ো কল সেন্টারের হদিশ। মোবাইলের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রতারণার কারবার চলছিল বলে অভিযোগ। সিআইডি-র হাতে গ্রেফতার দুই মহিলা-সহ ১১। ফুলবাগানে এমনই এক কল সেন্টারের সন্ধান পায় সিআইডি। অভিযোগ, মোবাইলের টাওয়ার বসানোর নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। বোলপুরে দায়ের হওয়া অভিযোগের সূত্র ধরে গতকাল রাতে ওই কল সেন্টারে অভিযান চালায় সিআইডি।
WB Bengal News Live : দিল্লিতে নেতাজির হলোগ্রাম মূর্তির স্যালুটের ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি চন্দ্র বসুর
দিল্লিতে নেতাজির হলোগ্রাম মূর্তির স্যালুটের ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলল নেতাজির পরিবার। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খোলা চিঠিও দিয়েছেন চন্দ্র বসু।
চিঠিতে মূর্তির নান্দনিক দিকটির ব্যাপারে নজর দেওয়ার আবেদন। এই নিয়ে নেতাজি কমিটির বৈঠক ডাকারও দাবি জানিয়েছেন চন্দ্র বসু
WB News Live Updates: আনন্দপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেফতার ১, ধৃতের নাম মহানন্দ মণ্ডল।নদিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করল আনন্দপুর থানার পুলিশ।নাবালিকার বন্ধুর বাড়িতে যৌন নির্যাতনের অভিযোগ
WB Bengal News Live : 'সুবিধে নিয়ে বিশ্বাসঘাতকতা করলে দুয়ারে প্রহার প্রকল্প চালু হবে’, হুমকির সুর উদয়নের গলায়
‘সুবিধে নিয়ে বিশ্বাসঘাতকতা করলে দুয়ারে প্রহার প্রকল্প চালু হবে’,দিনহাটায় দলের কর্মিসভায় তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গলায় হুমকির সুর
WB News Live Updates: ‘অসাবধনায় আগুন’ বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে, উল্লেখ প্রাথমিক রিপোর্টে
বৈদ্যুতিক বিভ্রাটে নয়, অসাবধানতাবশত আগুন জ্বালাতে গিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে অগ্নিকাণ্ড। স্বাস্থ্য দফতরের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, খবর সূত্রের।
WB Bengal News Live : স্কুল খুলতে চিঠি চিকিৎসকদের গবেষণামূলক প্রতিষ্ঠানের
কোভিড বিধি মেনে দ্রুত স্কুল খোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল রাজ্যের শিশু চিকিৎসকদের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য দ্রুত ধাপে ধাপে স্কুল খোলার আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে। স্কুল খোলার দাবিতে এদিনও পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী শিবিরের একাধিক ছাত্র সংগঠন।