West Bengal News Live Updates: ‘তৃণমূলের বিধায়ক, সাংসদরা আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন’, বিস্ফোরক দাবি মিঠুনের
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কলকাতা: গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে গিয়ে বসিরহাটে গুলিবিদ্ধ কনস্টেবল। পদত্যাগ করুন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী (Mamata Banerjee), আক্রমণ বিজেপির (BJP)। দেশের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করুন অমিত শাহ (Amit Shah), পাল্টা তৃণমূল (TMC)।
কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক। জল স্প্রে করে পরিস্থিতি নিয়ন্ত্রণ দমকলের। কারখানা বন্ধের নির্দেশ পুরসভার।
"সুদীপ্ত সেন, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, গৌতম কুণ্ডু কার ছবি কিনেছিলেন ? ভেবেছিলেন সারদা পুরনো হয়ে গেছে ? অপেক্ষা করুন,"
শুভেন্দুর সারদা-হুঁশিয়ারি (Suvendu Adhikari)।
"সারদা থেকে টাকা নিত শুভেন্দুই, আমাকে ফাঁসানো হয়েছে। সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপিতে। আমিও ছাড়ব না," পাল্টা জবাব কুণালের (Kunal Ghosh)।
ডিসেম্বরের ডেডলাইনের পর বাংলায় সরকার ফেলার হুঁশিয়ারি? "মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ, যেতেই হবে", ফের বাংলায় সরকার ফেলার ইঙ্গিত শুভেন্দুর। পাল্টা জবাব শান্তনুর, "সিবিআই-ইডির ভয় দেখিয়ে মমতার বিধায়কদের কেনা যায় না।"
রাষ্ট্রপতিকে কুমন্তব্যে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে বিধানসভায় ধুন্ধুমার। মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ায় ওয়াকআউট বিজেপির। কলেজ স্কোয়ারে মহিলা মোর্চার মিছিল।
"আমি যে মন্তব্য করেছি, তা ঠিক হয়নি, ক্ষমা চাইছি", রাষ্ট্রপতিকে কুমন্তব্যে মুখ্যমন্ত্রীর পর এবার ক্ষমা চাইলেন অখিল গিরি।
"শুভেন্দুর শিক্ষার অভাব, ক্ষমাও চাননি। মুখ্যমন্ত্রীর থেকে শিক্ষা নিন", কুমন্তব্যে শুভেন্দুকে আক্রমণ বীরবাহা হাঁসদার। "আমি ওঁকে কিছু বলেছি, সেটা প্রমাণ করুক, কারও নাম করিনি আমি", বললে শুভেন্দু।
পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলের। হাতছাড়া ঝালদা পুরসভা। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতাই প্রমাণ করতে পারল না শাসক দল। ২ নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়ার পথে কংগ্রেস।
পঞ্চায়েত ভোটে মিঠুনকে ময়দানে নামাচ্ছে বিজেপি। আজ সকালে রাজ্যে আসছেন অভিনেতা ও বিজেপি নেতা। ২৭ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় জনসংযোগ।
West Bengal Live News Updates: কাটমানি ‘বিদ্ধ’ তৃণমূল
বাড়ি বণ্টনে স্বজন পোষণ ও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত চন্দ্রকোণা পুরসভার বিরুদ্ধে। তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান।
Mithun Chakraborty: ‘তৃণমূলের বিধায়ক, সাংসদরা আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন’
‘তৃণমূলের বিধায়ক, সাংসদরা আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ২১ জন নয়, সংখ্যাটা বেড়েছে, সময় এলে দেখা যাবে। তাঁরা আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে’, বিস্ফোরক দাবি মিঠুন চক্রবর্তীর
West Bengal Live News Updates: নিশীথকে গ্রেফতারের দাবি
পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের চোর ধরো, জেল ভরো স্লোগানকে হাতিয়ার করে কোচবিহারে পথে নামল তৃণমূল। সোনার দোকানে চুরির ঘটনায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে গ্রেফতারির দাবিতে পড়ল ফ্লেক্স। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাংসদের আসল রূপ জানুক মানুষ, পাল্টা খোঁচা তৃণমূলের।
WB News Live Updates: উলুবেড়িয়া ১৬ নং জাতীয় সড়কে ফের দুর্ঘটনা
উলুবেড়িয়া১৬ নং জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত তিন যুবক।
West Bengal Live News Updates: সভাস্থল-বদল তরজা
শুভেন্দু-গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার স্থান পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত ভোটের আগে কোন্দলের জেরেই সভার স্থান পরিবর্তন, কটাক্ষ বিজেপির। যানজটের কথা ভেবেই জায়গা বদল, সমালোচনা উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।