(Source: ECI/ABP News/ABP Majha)
WBPDCL Recruitment 2021: রাজ্যে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন জানেন ?
West Bengal Power Development Corporation Limited Jobs: রাজ্যের একাধিক WBPDCL-এর পাওয়ার স্টেশনে মেডিক্যাল অফিসার ও স্টাফ নার্স নিয়োগ করবে কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৩০টি পদে হবে এই নিয়োগ।
WBPDCL Recruitment 2021: পশ্চিমবঙ্গের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। আগামী ১০ ডিসেম্বর হবে এই ইন্টারভিউ।
West Bengal Power Development Corporation Limited Jobs:
রাজ্যের একাধিক WBPDCL-এর পাওয়ার স্টেশনে মেডিক্যাল অফিসার ও স্টাফ নার্স নিয়োগ করবে কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৩০টি পদে হবে এই নিয়োগ। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
MEDICAL OFFICER – 11
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর MBBS ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সঙ্গে তাঁর ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিল বা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকতে হবে।
বয়স সীমা-এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।
STAFF NURSE – 19
শিক্ষাগত যোগ্যতা: স্টাফ নার্স পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ ছাড়াও জেনারেল নার্সিং বা মিডওয়াইফারিতে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। সঙ্গে তাঁর স্টেট নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকা আবশ্যিক।
বয়স সীমা: এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
WBPDCL Recruitment 2021: কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের আবেদনের জন্য আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২ টোর মধ্যে Bidyut Unnayan Bhavan, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700 106-তে ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। সেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট, অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীকে। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়োবসাইটে যোগাযোগ করতে হবে আবেদনকারীকে।
Official website of West Bengal Power Development Corporation Limited (WBPDCL) — https://wbpdcl.co.in
আরও পড়ুন : WBHRB Recruitment 2021: রাজ্যে স্টাফ নার্স নিয়োগের সময় বাড়ল, এই দিনের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র
Education Loan Information:
Calculate Education Loan EMI