University of Oxford: বিশ্বের দরবারে ফের উজ্জ্বল বাঙালি, অক্সফোর্ডের বিজনেস স্কুলের ডিন হচ্ছেন বাঙালি অধ্যাপক
University of Oxford: সৌমিত্র দত্ত বর্তমানে নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘কর্নেল এসসি জনসন কলেজ অব বিজনেসে’ অধ্যাপনা করেন। আগামী ১ জুন থেকে অক্সফোর্ডে যোগ দেবেন বাঙালি অধ্যাপক।
লন্ডন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (University of Oxford) সায়িদ বিজনেস স্কুলের (Saïd Business School) ডিন পদে প্রথম বাঙালি হিসেবে বসছেন অধ্যাপক সৌমিত্র দত্ত (Soumitra Dutta)। উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সহকর্মী ও ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে উজ্জ্বলতর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাব এই শিক্ষা প্রতিষ্ঠানকে, প্রতিক্রিয়া বাঙালি অধ্যাপকের।
বিশ্বের দরবারে ফের উজ্জ্বল বাঙালি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়িদ বিজনেস স্কুলের ডিন হচ্ছেন সৌমিত্র দত্ত। প্রথম এই পদে বসছেন এক বাঙালি অধ্যাপক। সৌমিত্র দত্ত বর্তমানে নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘কর্নেল এসসি জনসন কলেজ অব বিজনেসে’ অধ্যাপনা করেন। সেখানে অধ্যাপনা করেন তাঁর স্ত্রী লুর্দ কাসানোভাও। কর্নেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে অক্সফোর্ডে যোগ দেবেন বাঙালি অধ্যাপক।
দিল্লি IIT থেকে করেছেন B. Tech, পরে ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে থেকে MS ও PhD। ৩ দশকের উজ্জ্বল অ্যাকাডেমিক কেরিয়ার সৌমিত্র দত্তর। বিজনেস স্কুলের বিবৃতিতে বলা হয়েছে, তিনি ফ্রান্সের 'ইনসিড' সংস্থায় ১৩ বছর নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। রয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স পদে। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েকটি সফল স্টার্ট-আপ প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন দেশে সরকারের মন্ত্রণাদাতা হিসেবেও তাঁর অবদান অনস্বীকার্য।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়িদ বিজনেস স্কুলের ডিন পদে বসা নিয়ে অধ্যাপক সৌমিত্র দত্ত জানিয়েছেন, “এই সুযোগ পেয়ে খুবই আনন্দিত। এটা খুবই সম্মানের বিষয়। কারণ, এটি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। সহকর্মী ও ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে উজ্জ্বলতর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাব।’’
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর লুইস রিচার্ডসন জানিয়েছেন, “আমি খুবই আনন্দিত, সায়িদ বিজনেস স্কুলের পরবর্তী ডিন হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন অধ্যাপক সৌমিত্র দত্ত। প্রযুক্তি ও শিক্ষায় তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান আমাদেরকে আরও সমৃদ্ধ করবে।’’ অক্সফোর্ডের সঙ্গে সৌমিত্র দত্তর সম্পর্ক অবশ্য এই প্রথম নয়। এর আগে তিনি ও তাঁর স্ত্রী আমন্ত্রিত অধ্যাপক হিসাবে ৬ মাস অধ্যাপনা করেছেন এখানে। তাঁদের কন্যা সারা অক্সফোর্ড থেকে স্নাতক। সায়িদ বিজনেস স্কুলের অন্তর্বর্তী ডিন প্রফেসর সু ডপসনের প্রতিক্রিয়া, “অধ্যাপক দত্তর নেতৃত্বে, আমরা শিক্ষার মাধ্যমে জটিল, বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবেলায় মনোনিবেশ করার সঙ্গে সঙ্গে উন্নতি করতে পারব।’’
আরও পড়ুন: Covid booster dose: ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর কোভিড বুস্টার ডোজ, জানাচ্ছে মার্কিন গবেষণা