Bengaluru Stampede: 'ক্ষমা চাইছি..', বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বললেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার
Karnataka DY CM DK Shivakumar On Chinnaswammy Stadium Stampede: বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে কর্ণাটকের সরকার, কী প্রতিক্রিয়া উপ মুখ্যমন্ত্রীর ?

বেঙ্গালুরু: দেশে বারবার ফির পদপিষ্টের ঘটনা। তীর্থযাত্রীদের পদপিষ্ট হওয়ার ঘটনার একাধিকবার সাক্ষী হয়েছে ভারত। ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেও এহেনও ঘটনায় যবনিকা পড়েনি। এবার বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে কর্ণাটকের সরকার। গোটা ঘটনার জন্য ক্ষমা চাইলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।
আরও পড়ুন, বন্যায় বিপর্যস্ত সিকিম-অসম-মণিপুরের বিস্তীর্ণ অংশ, প্রাণহানি অনেকের ! জোরকদমে উদ্ধার কাজ সেনার
RCB-র আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশন চলাকালীন হুড়হুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সংবাদ সংবাদ সংস্থা ANI কে দেওয়া সাক্ষাৎকারে শিবকুমার বলেছেন, এটা হওয়া উচিত ছিল না। আমরা আশা করিনি, যে এত বিশাল জন সমাবেশ হবে। না পুলিশ, না আমরা, কেউ ভাবিনি এমনটা হবে। এই স্টেডিয়ামের ক্যাপাসিটি হল ৩৫ হাজার। কিন্তু ৩ লক্ষের বেশি দর্শক উপস্থিত ছিল। এটা অবিশ্বাস্য। স্টেডিয়ামের গেট ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনার জন্য আমরা ক্ষমা চাইছি। আমরা এর আসল কারণটা জানতে চাই। এবং একটা স্পষ্ট বার্তা দিতে চাই।'
#WATCH | Bengaluru Stampede | Karnataka Dy CM DK Shivakumar says, "This should not have happened and we never expected such a big crowd...The stadium's capacity is 35,000 but more than 3 lakh people were there...Gates (of the stadium) have been broken...We apologise for this… pic.twitter.com/UXFezW8AuU
— ANI (@ANI) June 4, 2025
কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী আরও বলেন,' ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিল পুলিশ। এই বিপুল ভিড় নিয়ন্ত্রণ করাই যাচ্ছিল না। কমবয়সিদের জমায়েতে তো আর লাঠিচার্জ করা যায় না! সেই কারণেই ট্রফি নিয়ে শোভাযাত্রার সিদ্ধান্ত বাতিল করতে হয়েছে। মাত্র ১০ মিনিটে অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। তার পরেও বিপর্যয় এড়ানো যায়নি।'
বাইরে যখন সমর্থকদের মৃত্যুমিছিল,স্টেডিয়ামের ভিতরে তখন বিজয় উল্লাস! বাইরে চরম বিশৃঙ্খলা। কেউ মৃত। কেউ মৃত্যু মুখে। দিকে আতঙ্ক-আর্তনাদ। আর ভিতরে তখন জয়োল্লাস-জয়োছ্বাস...সেলিব্রেশন বেঙ্গালুরুতে ভয়ঙ্কর বিপর্যয়। রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথমবার IPL চ্য়াম্পিয়ন হওয়ার বিজয় উল্লাস ঢাকা পড়ে গেল আর্তনাদে। স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের ধাক্কাধাক্কিতে প্রাণ গেল অন্তত ১১ জনের।আহত হলেন বহু সমর্থক।
IPL জয়ের পর বুধবার বেঙ্গালুরুতে ফেরে টিম রয়্যাল চ্যালেঞ্জার্স। বিজয়ী টিমকে এক ঝলক দেখতে সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করে চিন্নাস্বামী স্টেডিয়ামে বাইরে। কর্ণাটক বিধানসভায় সম্বর্ধনা অনুষ্ঠান চলার সময়ই স্টেডিয়ামের বাইরে বিরাট-সমর্থকদের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যদিও তারপরও অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি।






















