Bengaluru Rain: প্রবল বর্ষণে অ্যাপার্টমেন্টে জল ঢুকে অঘটন ! তড়িদাহত হয়ে করুণ মৃত্যু এক প্রবীণ ও ১২ বছরের বালকের
Bengaluru News: জানা গিয়েছে তড়িদাহত হয়ে মৃত এই প্রবীণ ব্যক্তির নাম মনমোহন কামাথ, তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। বেসমেন্টের ভিতরে দাঁড়িয়ে থাকা দীনেশ নামের এক ১২ বছর বয়সী বালকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

বেঙ্গালুরু: প্রবল বর্ষণে জলমগ্ন বেঙ্গালুরু। অ্যাপার্টমেন্টের বেসমেন্টে জল ঢুকে তড়িদাহত হয়ে দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে দুজনের। এদের মধ্যে একজন প্রবীণ, ৬৩ বছর বয়সী ব্যক্তি আর একজন মাত্র ১২ বছর বয়সী এক বালক। সোমবার সমস্ত বেঙ্গালুরুতে প্রবল বর্ষণে জল জমে যায়। আর তাতেই করুণ মৃত্যু এই দুই জনের।
জানা গিয়েছে তড়িদাহত হয়ে মৃত এই প্রবীণ ব্যক্তির নাম মনমোহন কামাথ, তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি তাঁর অ্যাপার্টমেন্টের বেসমেন্ট থেকে জল বের করার জন্য একটি এক্সটার্নাল মোটর ব্যবহার করছিলেন আর সেই কারণে শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। প্লাবিত বেসমেন্টের ভিতরে দাঁড়িয়ে থাকা দীনেশ নামের এক ১২ বছর বয়সী বালকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই দীনেশ নামের বালকটি সেই কমপ্লেক্সেরই এক নেপালি কর্মীর ছেলে। পুলিশ জানিয়েছে যে মোটর চালানোর জন্য পাওয়ার সকেট লাগাতেই শর্ট সার্কিট হয়ে যায় জলের মধ্যে এবং দীনেশ সেই সময় কাছেই খেলছিল। সেও জলে থাকায় তড়িদাহত জলের সংস্পর্শে থাকায় তাঁর মৃত্যু হয়েছে। বেঙ্গালুরুর বিটিএম সেকেন্ড স্টেজে মধুবন অ্যাপার্টমেন্টে গতকাল সোমবার সন্ধে ৬টা ১৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার পরেই অ্যাপার্টমেন্টের অন্যান্য বাসিন্দারা ছুটে আসেন এবং মোটর ডিসকানেক্ট করেন, দুই জনকেই জল থেকে টেনে তোলেন। তাদেরকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুই জনের মৃত্যুর ক্ষেত্রেই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট তৈরি করেছে। এখনও এই ঘটনা ঘিরে তদন্ত চলছে।
গত ২৪ ঘণ্টায় গোটা বেঙ্গালুরু শহরে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে অনেক নিচু এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। শহরে সৃষ্টি হয়েছে যানজট। শহরের এই ভয়ানক দৃশ্য নতুন নয়। প্রতি বছরই প্রবল বৃষ্টিপাতের দরুণ দেশের আইটি হাবে এমন কিছু দুর্ঘটনা দেখা যায়।
একদিকে ভারী বৃষ্টিপাত আর অন্যদিকে শহরের জলনিকাশি ব্যবস্থার সমস্যার কারণে বেশ কয়েকটি এলাকায় ব্যাপক জলমগ্ন পরিস্থিতি দেখা দিয়েছে। এই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গেই দেওয়াল ধসে গিয়ে ৩৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার বেঙ্গালুরুর মহাদেবপুর এলাকায় একটি সফটওয়্যার সংস্থা ইজমো লিমিটেডে কর্মরত এক হাউজকিপিং কর্মী শশীকলা দেওয়াল ধসে পড়ার কারণে মারা যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা ঘটেছে সকাল ৭টার সময়, সেখানকার একটি কম্পাউন্ডের দেওয়াল ধসে পড়ে এবং এর নিচেই চাপা পড়ে মারা যান শশীকলা।
ভারতীয় আবহাওয়া দফতর বেঙ্গালুরু সহ কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে হলুদ সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে আগামী দুই দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলমগ্নতার কারণে কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর সোমবার জোর দিয়ে বলেন, গ্রেটার বেঙ্গালুরুর অথরিটি শহরের বেশ কয়েকটি এলাকায় তীব্র জলমগ্ন পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করে চলেছে। সেখানেও ভারী বৃষ্টিপাত হয়েছে। তিনি আরও জানান যে আদপে পাতা, কাগজ, আবর্জনা এক জায়গায় জমে রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছিল এবং প্রবল যানজট দেখা গিয়েছিল।






















