Bharat Jodo Yatra : 'ভারত জোড়ো যাত্রা'-কে লাইনচ্যুত করতে কোভিড-নাটক, অভিযোগ কংগ্রেসের
Jairam Ramesh : তিনি জানিয়ে দেন, বিজ্ঞানসম্মত এবং চিকিৎসা-সংক্রান্ত উপদেশ মেনে যে প্রোটোকল লাগু হবে তা অনুসরণ করবে কংগ্রেস।
ফরিদাবাদ : করোনার নতুন ভ্যারিয়েন্ট আবহে 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে জোর রাজনৈতিক তরজা। কংগ্রেস ও বিজেপি একে অপরকে এই ইস্যুতে বিঁধে চলেছে। এবার রাহুল গাঁধী নেতৃত্বাধীন যাত্রাকে 'লাইনচ্যুত' করতে 'কোভিড-নাটক' তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলল কংগ্রেস। তবে, বিজ্ঞানসম্মত যে কোনও উপদেশ তাঁদের দল অনুসরণ করবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
'যাত্রা' নিয়ে তরজা-
গতকালই ফরিদাবাদে পৌঁছেছে ভারত জোড়ো যাত্রা। শনিবার সকালে তা পৌঁছবে দিল্লিতে। এখানে কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্বর পাশাপাশি ডিএমকে সাংসদ কানিমোঝিও যাত্রায় শামিল হন। হরিয়ানায় যাত্রা চলাকালীন পখন গ্রামে এক সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশ বলেন, "দিল্লি পৌঁছনোর আগে ভারত জোড়া যাত্রার বিরুদ্ধে কুৎসা করতে এবং যাত্রাকে লাইনচ্যুত করতে গত দুই দিন ধরে কোভিড নাটক করা হচ্ছে। সেটাই একমাত্র উদ্দেশ্য।" পাশাপাশি তিনি জানিয়ে দেন, বিজ্ঞানসম্মত এবং চিকিৎসা-সংক্রান্ত উপদেশ মেনে যে প্রোটোকল লাগু হবে তা অনুসরণ করবে কংগ্রেস।
এর পরই প্রধানমন্ত্রীকে একহাত নেন তিনি। বলেন, "আমরা সেই দল নই, যারা মহাভারতের যুদ্ধের মতো কোভিড মোকাবিলা করে ১৮ দিনেই (২০২০ সালে মহামারী ছড়িয়ে পড়ার পর) জয়লাভ করা যাবে বলে সমাধান দেয়। একজন ভদ্রলোক আছেন, যিনি বলেছেন ১৮ দিনেই কোভিড যুদ্ধ জেতা যাবে। ওই ভদ্রলোক ভারতীয়দের উপদেশ দিয়েছিলেন, ব্যালকনিতে গিয়ে থালা বাজিয়ে মহামারীর মোকাবিলা করতে। মনে করে দেখুন, কোভিডের বিরুদ্ধে এই প্রতিকারের কথা বলা হয়েছিল।"
চিনে ফের বাড়ছে সংক্রমণ। ভারতেও সতর্কতা জারি। এই পরিস্থিতিতে মঙ্গলবারই চিনের কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য 'ভারত জোড়ো যাত্রা'-য় ব্যস্ত থাকা কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে চিঠি লেখেন। চিঠিতে তাঁকে 'জাতীয় স্বার্থে' যাত্রা সাসপেন্ড করার অনুরোধ জানান।
এর পাল্টা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একহাত নেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। তিনি সরাসরি অভিযোগ করেন, কোভিড প্রোটেকল না মানা হলে যাত্রা থামিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন, তা একপ্রকার অজুহাত।
হরিয়ানার নু-তে এক সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, "এই যাত্রা কাশ্মীর পর্যন্ত যাবে। এখন ওরা (বিজেপি) নতুন আইডিয়া নিয়ে এসেছে। ওরা আমাকে একটি চিঠি লিখেছিল। তাতে বলা হয়েছিল, কোভিড আসছে, তাই যাত্রা থামিয়ে দিন। যাত্রা থামানোর জন্য অজুহাত দেওয়া হচ্ছে। মাস্ক পরুন, যাত্রা থামান...এইসব ছুতো। ওরা এই দেশের শক্তি ও সত্যি নিয়ে ভীত।"
আরও পড়ুন ; "যাত্রা থামানোর অজুহাত", স্বাস্থ্যমন্ত্রীর চিঠির পর খোঁচা রাহুলের