Bihar Election Result 2025 : 'বিহারে কংগ্রেসের সরকার আর কখনও ফিরে আসবে না', ঐতিহাসিক জয়ে হুঙ্কার প্রধানমন্ত্রীর
Bihar Election Result 2025 Modi Attacks Congress: বিহারে বিপুল জয়ে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর, কী বললেন ?

নয়াদিল্লি: বিপুল জয়ে বিহারবাসীকে শুভেচ্ছা জানিয়ে কংগ্রেসকে একহাত নিলেন আজ প্রধানমন্ত্রী মোদি। বললেন, 'বিহারে কংগ্রেসের সরকার আর কখনও ফিরে আসবে না।'
আরও পড়ুন, 'এবার বাংলার পালা..', বিহার ভোটের ফল বেরোতেই গর্জে উঠলেন শুভেন্দু
প্রধানমন্ত্রী বলেন, 'NDA জনতা-জনার্দনের সেবক। শ্রমের দ্বারাই আমজনতার হৃদয় জিতে এসেছি আমরা। জনতা-জনার্দনের হৃদয় তো আগে থেকেই চুরি করে বসে আছি। ভোটের ফলে যা জানান দিয়েছে গোটা বিহারবাসী। ..এরপরেই মোদি স্লোগান তুলে বলেন, ফের একবার এনডিএ সরকার। বিহারের ভোটে যখন আমি জঙ্গলরাজের কথা বলতাম, তখন আরজেডি-র লোক কখনই বিরোধীতা করেনি। কিন্তু কংগ্রেসীদের ভীষণ গায়ে লাগত। তখন খুব রব উঠত যে, মোদি কীনা কী বলছে ! কিন্তু আজ আমি আবার বলব, বিহারে কংগ্রেসের সরকার আর কখনও ফিরে আসবে না।'
মোদির কথায়, 'বিহারের আমজনতা, বিকশিত বিহারের জন্য ভোট দিয়েছেন। বিহারের বাসিন্দারা সমৃদ্ধির দিকে তাঁকিয়ে ভোটদান করেছেন। আমি ভোটের প্রচারের সময় বিহারের বাসিন্দাদের থেকে রেকর্ড ভোটদানের জন্য অনুরোধ জানিয়েছিলাম। আর বিহারের মানুষ যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। আমি বিহারবাসীকে এনডিএ-কে বড় জয় এনে দিতে অনুরোধ জানিয়েছিলাম। বিহারের মানুষ আমার অনুরোধ রেখেছে। বিহারে ২০১০ সালের পর সবথেকে বড় জনাদেশ, এনডিএ-কে দিয়েছে। আমি বিহারবাসীকে তার জন্য কৃতজ্ঞতা জানাই।'
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রচলিত একটি কথা তোলেন প্রধানমন্ত্রী। বলেন, লোহা, লোহাকে কাটে। বিহারে কিছু দল, তুষ্টিকরণ করতে My Formula বানিয়েছিল। কিন্তু আজকের এই জয়, একটা নতুন সমীকরণ এনে দিয়েছে। যেখানে MY-র অর্থ হল মহিলা এবং ইউথ্। আজ বিহার দেশের সেই রাজ্যগুলির মধ্যে একটা, যেখানে সবথেকে বেশি যুব সাধারণের সংখ্যা রয়েছে। যেখানে সকল ধর্ম নির্বিশেষে যুব সাধারণ রয়েছে। ওদের ইচ্ছে, ওদের স্বপ্নই জঙ্গলরাজের পুরনো সাম্প্রদায়িক MY Formula ফর্মুলাকে স্বমূলে উপড়ে দিয়েছে।'
মগধের মহাযুদ্ধে ৭৪ বছরের নীতীশ কুমার সুপারম্য়ান হয়ে উঠলেন!মগধ সম্রাটের মুকুট ফের তাঁর মাথায়। আরও একবার ভারতীয় রাজনীতির মেগাস্টার....মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন নরেন্দ্র মোদি।বিহারে নীতীশ-বিজেপির জোটের সামনে খড়কুটোর মতো উড়ে গেল তেজস্বী যাদব-রাহুল গান্ধী ও বামেদের মহাজোট!ফল বেরোনোর পর কার্যত অস্তিত্বহীন হয়ে পড়ল মহাজোট। 'ডবল সেঞ্চুরি' হাঁকাল নীতীশ-বিজেপির জোট। উল্টোদিকে হাফ সেঞ্চুরিরও ধারেকাছে পৌঁছতে পারলেন না তেজস্বী-রাহুল! লজ্জার হার হল তাঁদের। ফের প্রশ্ন উঠে গেল রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে। আর এরইসঙ্গে বিহারের কিংবদন্তী নেতা হয়ে গেলেন নীতীশ কুমার। ফের একবার মোদি ম্য়াজিকে কর্পূরের মতো উড়ে গেল বিরোধীরা। এক JDU সমর্থক বলেন, যতক্ষণ বিহারে নীতীশ কুমার আছে, মুখ্য়মন্ত্রী পদের ভ্য়াকেন্সি নেই।






















