Bihar Elections 2020: ফল ঘোষণার পর বিজেপি ছেড়ে আরজেডির হাত ধরবেন নীতীশ, দাবি চিরাগের
চিরাগের দাবি, নীতীশের তুলনায় বেশি আসন জিতে বিজেপির সঙ্গে জোট করে বিহারে সরকার গঠন করবে এলজেপি
![Bihar Elections 2020: ফল ঘোষণার পর বিজেপি ছেড়ে আরজেডির হাত ধরবেন নীতীশ, দাবি চিরাগের Bihar Elections 2020: Nitish Kumar will ditch BJP to join RJD after poll results: Chirag Paswan Bihar Elections 2020: ফল ঘোষণার পর বিজেপি ছেড়ে আরজেডির হাত ধরবেন নীতীশ, দাবি চিরাগের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/28161857/chirag-nitish.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফের একবার তীব্র আক্রমণে বিদ্ধ করলেন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিন চিরাগের দাবি, ভোটের ফল বের হলে বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডির হাত ধরার প্রস্তুতি সেরে ফেলেছেন নীতীশ ও তাঁর দল জনতা দল ইউনাইটেড।
তিনি বলেন, নীতীশ কুমারকে একটা ভোট দেওয়া মানে বিহারকে শুধুমাত্র আরও দুর্বল করাই নয়, আরজেডি ও মহাজোটকে আরও শক্তিশালী করা হবে। চিরাগ যোগ করেন, এর আগেও আরজেডির স্নেহধন্য হয়ে বিহারে সরকার গঠন করেছিলেন নীতীশ।
চিরাগ যোগ করেন, প্রথম ১৫ বছর বিহার কুখ্যাত ছিল। পরের ১৫-য় বিহারের পরিস্থিতি খারাপ হয়েছে। কিন্তু, এখন আপনাদের আপনাদের আশীর্বাদে বিহারকে প্রথম ও নীতীশ-মুক্ত রাজ্যে পরিণত করব।
প্রসঙ্গত, নীতীশের জেডিইউ-র সঙ্গে রাজ্যে গাঁটছড়া রয়েছে বিজেপির। আবার কেন্দ্রে বিজেপির অন্যতম শরিক দল এলজেপি। এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দিলেও, যেখানে জেডিইউ প্রার্থী দিয়েছে, সেখানে প্রতিদ্বন্দ্বী দাঁড় করিয়েছে এলজেপি।
নীতীশের তুলনায় বেশি আসনে লড়াই করছে এলজেপি। চিরাগের দাবি, নীতীশের তুলনায় বেশি আসন জিতে বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করবে তাঁর দল।
আজ বিহারে প্রথম দফার ভোটগ্রহণ হচ্ছে। ১৬ জেলায় মোট ৭১টি আসনের লড়াইয়ে আজ ১,০৬৬ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এরমধ্যে আরজেডি-র ৪২, জেডিইউ-র ৩৫, বিজেপি-র ২৯, কংগ্রেসের ২১ ও বামেদের ৮ জনের ভাগ্য পরীক্ষা চলছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)