এক্সপ্লোর
Advertisement
farmers protest: ১১দিনে হাজার কিমি সাইকেল চালিয়ে সিওয়ান থেকে দিল্লি, কৃষক আন্দোলনের পাশে বিহারের ৬০ বছরের সত্যদেব
কেন্দ্রের তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর থেকে দিল্লির একাধিক সীমান্তে ধরনা-অবস্থানে বসেছেন কৃষকরা। সরকারের সঙ্গে এপর্যন্ত কয়েক দফা আলোচনা হলেও সমাধানসূত্র বেরয়নি।
নয়াদিল্লি: ৬০ বছর বয়সে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের কাছে ছুটে গিয়ে সংগ্রামী চেতনার অসামান্য নজির স্থাপন করলেন বিহারের সত্যদেব মাঞ্ঝি। বাড়ি সিওয়ানে। সেখান থেকে সাইকেল চালিয়ে ১১ দিনে তিনি পৌঁছেছেন আন্দোলনরত কৃষকদের সমাবেশে। কেন্দ্রের চালু করা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে হাজার হাজার কৃষক পঞ্জাব, হরিয়ানা থেকে এসে রাজধানীর নানা সীমান্তে বসে রয়েছেন। অবস্থান পা দিয়েছে ২৩ দিনে। এখনও কৃষকদের নতুন নতুন দল সেখানে যোগ দিচ্ছেন প্রতিদিন। সেই মিছিলে সামিল হলেন বিহারের এই বৃদ্ধও।
Delhi: A 60-year-old man reaches Tikri at Delhi-Haryana border from Bihar on a bicycle to participate in farmers' protest. "It took me 11 days to reach here from Siwan, my home district. I urge the government to take back the three farm laws," says Satyadev Manjhi. pic.twitter.com/SuWbUeYC9p
— ANI (@ANI) December 17, 2020
তিনি পৌঁছেছেন দিল্লি-হরিয়ানা সীমান্তের টিকরিতে। সত্যদেবও কৃষকদের সুরে সুর মিলিয়ে কৃষি আইন প্রত্য়াহারের দাবি করেছেন কেন্দ্রের কাছে।
কেন্দ্রের তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর থেকে দিল্লির একাধিক সীমান্তে ধরনা-অবস্থানে বসেছেন কৃষকরা। সরকারের সঙ্গে এপর্যন্ত কয়েক দফা আলোচনা হলেও সমাধানসূত্র বেরয়নি। তার মধ্যেই মধ্যপ্রদেশের কৃষকদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাতজোড় করে তাঁদের বার্তা দিয়েছেন, তিনি আলোচনায় রাজি। পাশাপাশি এই আসন আচমকা আসেনি, স্বামীনাথন কমিটির সুপারিশের ভিত্তিতেই তৈরি হয়েছে বলে সওয়াল করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement