Baranagar News: সোশাল মিডিয়ায় অভিনেত্রী ও বরানগরের তৃণমূল কর্মীকে কু-মন্তব্য, অভিযুক্ত বিজেপি কর্মী
অভিযোগ, সম্প্রতি সোশাল মিডিয়ায় ওই অভিনেত্রী ও তৃণমূল কর্মীর ছবিতে অশ্লীল মন্তব্য করেন দেবম পাল নামে এক বিজেপি কর্মী। তৃণমূল করায় তাঁকে আক্রমণ বলে দাবি অভিনেত্রীর।
বরানগর: সোশাল মিডিয়ায় অভিনেত্রী ও বরানগরের তৃণমূল কর্মীর ছবিতে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান অভিনেত্রী। অভিযোগ, সম্প্রতি সোশাল মিডিয়ায় ওই অভিনেত্রী ও তৃণমূল কর্মীর ছবিতে অশ্লীল মন্তব্য করেন দেবম পাল নামে এক বিজেপি কর্মী। তৃণমূল করায় তাঁকে আক্রমণ বলে দাবি অভিনেত্রীর। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিজেপির। অভিযুক্ত বিজেপি কর্মীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
উল্লেখ্য সম্প্রতি কোচবিহারে (Coocbehar) বিজেপির (BJP) নতুন জেলা কমিটি (BJP District Committee) ঘিরে ক্ষোভ তৈরি হয়। প্রাক্তন জেলা সম্পাদক রাজু রায়কে জয়েন্ট অফিস সেক্রেটারি করায় ফেসবুকে তির্যক মন্তব্য করেম বিজেপি (BJP) নেতা। নতুন কমিটি নিয়ে সোশাল মিডিয়ায় (Social Media) ক্ষোভপ্রকাশ করে দলের একাধিক নেতা, কর্মীরা। সম্প্রতি কোচবিহারে (Coochbehar) নতুন জেলা কমিটি ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়।
২৪ জনের কমিটিতে ৮ জন সহ সভাপতি, ৪ জন সাধারণ সম্পাদক এবং ৮ জন সম্পাদক রয়েছেন। এবার নতুন করে কমিটিতে ২ জন অফিস সেক্রেটারি রাখা হয়েছে। কমিটিতে জয়েন্ট অফিস সেক্রেটারি হিসেবে তাঁর নাম থাকায় প্রাক্তন জেলা সম্পাদক ফেসবুকে পোস্ট করেন, আমি মুক্ত বিহঙ্গ। তাঁর কটাক্ষ, নিজেদের দূরদর্শিতার প্রমাণ দিয়েছে নতুন কমিটি। বিজেপি নেতৃত্বের দাবি, সকলের সঙ্গে আলোচনা করেই কমিটি গঠন করা হয়েছে।
বিতর্কিত মন্তব্যে এর আগে ফের জড়ান দিলীপ ঘোষ। খড়্গপুরের পুলিশ অফিসারদের কাজ তৃণমূলের নেতাদের ঘর পরিষ্কার করা, কাপড় কেচে দেওয়া। বেলাগাম আক্রমণ করেন দিলীপ ঘোষ।
রেল শহরে দলীয় প্রার্থীদের প্রচারে এসে পুলিশকর্মীদের আক্রমণ করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি'র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। গতকাল রাতে খড়গপুর পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ঝাপেটাপুর এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে একটি পথসভা হয় সেই সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, ''সবথেকে অযোগ্য পুলিশ অফিসারদের খড়্গপুরে পাঠানো হয়। আর তাদের একমাত্র কাজ হল তৃণমূলের নেতাদের ঘর পরিষ্কার করে দেওয়া। নেতার স্ত্রী-এর কাপড় কেচে দেওয়া। আর সন্ধে বেলায় গিয়ে সেলাম করা।'' সঙ্গে তিনি এও যোগ করেন, আর পুলিশের কাজ হল বিজেপি কার্যকর্তাদের নামে মিথ্যে মামলা দেওয়া। তাঁদের ভয় দেখানো।
আর দিলীপের এই মন্তব্যের পরই ভোট-প্রচার শেষের ঠিক আগের দিন বিতর্কের ঢেউ উঠলো খড়্গপুর জুড়ে। তিনি খড়গপুর বাসীর কাছে আবেদন জানান দুর্নীতি, অপশাসন বন্ধ করতে চাইলে বিজেপি-কেই ভোট টা দিন। খড়্গপুরে তৃণমূলের কোনো জনসমর্থন নেই। নারায়ণগড়, কেশিয়াড়ি থেকে লোক এনে মিটিং করছে।