Delhi Assembly Elections 2025: বিতর্কিত মন্তব্যের জেরে বার বার খবরে, দিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে এঁকে প্রার্থী করল বিজেপি...
Parvesh Verma vs Arvind Kejriwal: দিল্লির ৭০টি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে।
নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে দিল্লিতে। সেখানে এবার নিজেদের প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রবেশ বর্মাকে প্রার্থী করল তারা। নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রে কেজরিওয়ালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামানো হল প্রবেশকে। একদা কেজরিওয়াল-ঘনিষ্ঠ কৈলাস গহলৌতকেো প্রার্থী করেছে বিজেপি। (Delhi Assembly Elections 2025)
দিল্লির ৭০টি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার মধ্যে শনিবার প্রথম দফায় ২৯ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আম আদমি পার্টি ইতিমধ্যেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করে দিয়েছে। ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রবেশ এবং কেজরিওয়ালের লড়াইয়ের দিকে তাকিয়ে সকলে। (Parvesh Verma vs Arvind Kejriwal)
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার ছেলে প্রবেশ। ২০১৪ সালে প্রথম বার সাংসদ হন। ২০১৯ সালেও ফের সাংসদ নির্বাচিত হন। দিল্লি AIIMS-এর পরিচালন মণ্ডলেও ছিলেন। তবে একাধিক বার বিতর্কিত মন্তব্যের দরুণ খবরের শিরোনামে উঠে আসেন প্রবেশ। ২০২০ সালে বিধানসভা নির্বাচনের আগে NRC-CAA বিরোধী আন্দোলনে যখন উত্তাল দেশ। সেই সময় শাহিনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। জানান, বিজেপি ক্ষমতায় এলে একঘণ্টার মধ্যে শাহিনবাগ ফাঁকা করে দেওয়া হবে। মুসলিমদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন প্রবেশ।
২০২২ সালে উত্তরপ্রদেশে নির্বাচনের প্রচারে গিয়েও বিতর্কে জড়ান প্রবেশ। প্রথম দফার নির্বাচনের পর সেখানে গিয়ে জয়ন্ত চৌধররি রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোটের প্রস্তাব দেন। বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে মুসলিমদের পুরোপুরি বয়কটের ডাকও দেন তিনি। কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁকেই প্রার্থী হিসেবে পছন্দ হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের।
পাশাপাশি, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে একদা কেজরিওয়াল-ঘনিষ্ঠ, দিল্লির প্রাক্তন পরিবহণ মন্ত্রী কৈলাস গহলৌতকেও প্রার্থী করেছে বিজেপি। তিনি বিজওয়াসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের কয়েক আগেই আম আদমি পার্টি ছেড়ে বিজেপি-তে যোগ দেন কৈলাস। দক্ষিণ দিল্লির সাংসদ ছিলেন যে রমেশ বিদুরি, অতিশীর বিরুদ্ধে কালকাজিতে প্রার্থী করেছে বিজেপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট পাননি বিদুরি। কালকাজি আসনে অলকা লাম্বাকে প্রার্থী করেছে কংগ্রেস।
২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শীলা দীক্ষিতের মন্ত্রিসভার সদস্য থাকা অরবিন্দর সিংহ লাভলি গত বছর কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন। এবার পূর্ব দিল্লির গাঁধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ২০১৫ সাল থেকে দিল্লিতে একটানা ক্ষমতায় আম আদমি পার্টি। কিন্তু লোকসভায় দিল্লিতে ভাল ফল করতে পারেনি আম আদমি পার্টি। এবারের দিল্লি বিধানসভা নির্বাচনের ঝাঁঝ এমনিতেই বেশি। কারণ লড়াই শুধুমাত্র বিজেপি বনাম আম আদমি পার্টির মধ্যে নয়। জাতীয় স্তরে বোঝাপড়া থাকলেও, দিল্লিতে কংগ্রেসেরও মোকাবিলা করছে আম আদমি পার্টি। এর আগে, হরিয়ানাতেও আলাদা আলাদা লড়াই করে আম আদমি পার্টি এবং কংগ্রেস।