Kailash Vijayvargiya : 'ছোট পোশাক পরা মহিলাদের পছন্দ করি না', কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য ঘিরে বিতর্ক; 'তাঁদের সঙ্গে...'
Kailash Vijayvargiya on Women Dress: বিজয়বর্গীয় এই ধরনের মন্তব্য এই প্রথমবার করেলেন না। এর আগে ২০২৪ সালে, তিনি "খারাপ পোশাক" পরা মহিলাদের রামায়ণের সূর্পণখার সঙ্গে তুলনা করে ক্ষোভের জন্ম দিয়েছিলেন।

ভোপাল : ফের বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। মহিলাদের পোশাক নিয়ে তাঁর মন্তব্যে নতুন বিতর্কের জন্ম দিল। কিন্তু, কী বলেছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা ? বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিজয়বর্গীয় বলেন, "আমি মহিলাদের দেবী হিসাবে দেখি। তাঁদের ভাল পোশাক পরা উচিত। আমি সেইসব মহিলাদের পছন্দ করি না যাঁরা ছোট পোশাক পরেন, সেই কারণে আমি তাঁদের সঙ্গে ছবি তুলতে চাই না।"
মহিলাদের ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরা উচিত বলে তিনি মনে করেন। বিজেপি নেতার কথায়, "আমি মনে করি, মহিলাদের সুন্দরভাবে ভারতীয় পোশাক পরা উচিত। কারণ, এটি আমাদের সংস্কৃতিতে অত্যন্ত সম্মানীয় বিষয়।" বিদেশি সংস্কৃতির সঙ্গে তুলনা টেনে তাঁর মন্তব্য, "কিছু দেশে, যেসব মহিলা ছোট কাপড় পরেন, তাঁদের কেতাদুরস্ত (ফ্যাশনেবল) বলে মনে করা হয়। একইভাবে যেসব রাজনীতিক অল্প ভাষণ দেন, তাঁদের ভাল বলা হয়। এমনটা অন্য দেশে বলা হয়। আমি এতে বিশ্বাস করি না।"
বিজয়বর্গীয় এই ধরনের মন্তব্য এই প্রথমবার করেলেন না। এর আগে ২০২৪ সালে, তিনি "খারাপ পোশাক" পরা মহিলাদের রামায়ণের সূর্পণখার সঙ্গে তুলনা করে ক্ষোভের জন্ম দিয়েছিলেন। ইন্দোরে একটি ধর্মীয় সমাবেশে শামিল হয়ে তিনি বলেছিলেন, "আমরা মহিলাদের মধ্যে দেবীকে দেখি। কিন্তু, যেসব মহিলা খারাপ পোশাক পরে ঘুরে বেড়ান, তাঁরা দেবী হতে পারেন না, কিন্তু সূপর্ণখার মতো দেখতে হন।" এর সঙ্গে সঙ্গে তাঁর উপদেশ, "ঈশ্বর আপনাকে একটা ভাল ও সুন্দর শরীর দিয়েছেন। তাই ভাল পোশাক পরুন, বন্ধুরা।"
তাঁর মন্তব্য তখনও বিতর্কের জন্ম দিয়েছিল, এখনও দিয়েছে। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রধান নেট্টা ডি'সুজার প্রশ্ন ছিল, "আমরা কি তালিবানি শাসনে বাস করছি যে সরকার বলে দেবে মহিলাদের কোন পোশাক পরা উচিত, কী খেতে হবে, কাদের সঙ্গে দেখা করতে হবে?" এ বিষয়ে তৎকালীন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ বলেছেন, "কৈলাস বিজবর্গীয় যেটা বলছেন, তাতে বিজেপির সূপর্ণখার প্রতি ভালবাসা প্রতিফলিত হচ্ছে। এটাই বিজেপির চরিত্র।"
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিজের হোমটাউন ইন্দোরে একটি সভায় বক্তব্য রাখছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানে মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করেন তিনি।






















