Mithun Chakraborty : 'এমনিতেই ভেসে যাবে সুনামিতে, ১৪০ কোটি মানুষ যখন একসঙ্গে...', পাকিস্তানি ভুট্টোর হুঁশিয়ারির জবাব যেভাবে দিলেন মিঠুন
Indus Water Treaty : ভারতের বিরুদ্ধে ফের যুদ্ধের হুঙ্কার ছেড়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।

নয়াদিল্লি : সিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় ভারতের বিরুদ্ধে ফের যুদ্ধের হুঙ্কার ছেড়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সব পাকিস্তানিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিত আক্রমণ শানিয়ে মিঠুন বলেন, "পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। ওঁরা যুদ্ধ চান না। ভালো লোক। কিন্তু যদি এমন কথা বলতে থাকেন...আমরা ধৈর্য হারিয়ে ফেলব, তখন একের পর এক ব্রহ্মস চলবে। আর যদি কিছু না হয়, তাহলে আমরা ভেবেছি একটা বাঁধ বানাব। ১৪০ কোটি মানুষ সেখানে প্রস্রাব করবেন। তারপর বাঁধ খুলে দেব। কোনও গুলি চলবে না। সুনামি এসে যাবে।" ফের তাঁর সংযোজন, "পাকিস্তানের মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আমি এসব কিছু শুধু ওঁকে (বিলাওয়াল ভুট্টো) বলছি।"
#WATCH | Kolkata, WB: On Bilawal Bhutto's reported statement on Indus Water Treaty, BJP leader Mithun Chakraborty says, "...Agar aisi baatein karte rahenge aur hamari khopdi sanak gayi toh phir ek ke baad ek BrahMos chalega... We have also thought of building a dam where 140… pic.twitter.com/biXisYeFzM
— ANI (@ANI) August 12, 2025
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত দেখা দেয়, তাতে ইতি পড়লেও, টানাপোড়েন এখনও অব্যাহত। সিন্ধু জলচুক্তি এখনও পর্যন্ত স্থগিতই রেখেছে ভারত। আর যা নিয়ে যথেষ্ঠ চাপে পাকিস্তান। এই আবহে সোমবার সিন্ধে দেশের সংস্কৃতি মন্ত্রক আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা করেন বিলাবল। আর সেখান থেকেই ভারতের বিরুদ্ধ কার্যত যুদ্ধের হুঙ্কার দেন তিনি। তিনি বলেন, "নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকারের পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করেছে। তাই তাই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদি এবং তাঁদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এক হওয়া প্রয়োজন। আপনারা (পাকিস্তানিরা) যুদ্ধ করে ৬টি নদীই ফিরিয়ে নেওয়ার পক্ষে যথেষ্ঠ শক্তিশালী। ভারত যদি এই পথে চলতে থাকে, তাহলে আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যুদ্ধের সম্ভাবনা সহ সকল বিকল্প বিবেচনা করা ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।" এদিকে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। তিনি বলেছেন, "আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি আমরা দেখি যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।"






















