এক্সপ্লোর
ডায়মন্ড হারবার যাওয়ার পথে শমীকের ‘গাড়ি ভাঙচুর, মারধর’, অভিযোগের মুখে তৃণমূল নেতার মন্তব্য, এবার হাড়গোড় ভাঙা হবে!
এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, তৃণমূল আশ্রিতরা প্ল্যান করে হামলা করেছে। পাঁচটি গাড়ি ভাঙচুর হয়েছে। পাল্টা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এ ঘটনায় তৃণমূলের কেউ ছিল নাকি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, দেখতে হবে।
![ডায়মন্ড হারবার যাওয়ার পথে শমীকের ‘গাড়ি ভাঙচুর, মারধর’, অভিযোগের মুখে তৃণমূল নেতার মন্তব্য, এবার হাড়গোড় ভাঙা হবে! BJP leader Shamik Bhattacharya allegedly attacked by tmc, will break their bones, warns ruling party leader ডায়মন্ড হারবার যাওয়ার পথে শমীকের ‘গাড়ি ভাঙচুর, মারধর’, অভিযোগের মুখে তৃণমূল নেতার মন্তব্য, এবার হাড়গোড় ভাঙা হবে!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/06205257/web-samik-beaten-still-061020.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লার খুন ঘিরে উত্তপ্ত রাজনীতি। তার মধ্যেই ডায়মন্ড হারবার যাওয়ার পথে আক্রান্ত বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, মারধর, ছিনতাইয়ের অভিযোগ করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা। এরপর হাড়গোড় ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল যুবনেতা।
এদিন দক্ষিণ ২৪ পরগণার ফলতার ঘটনাস্থলে চুরমার হওয়া গাড়ির কাচ, ইট পাটকেল পড়ে থাকতে দেখা যায়।
বিজেপি নেতার জামা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তাঁর মোবাইল, গলার সোনার চেনও নাকি ছিনিয়ে নেওয়া হয়। শমীকবাবু জানান, তাঁকে বলা হয়, সভায় কেন যোগ দিতে যাচ্ছেন? সভা চলবে না। এর প্রতিবাদ করলে মারধর করে, ছিনতাই করে গাড়ি ভেঙে দেয় হামলাকারীরা। তৃণমূল এই কাজ করেছে। ওসি কথা বলতে চাননি বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের মুখে সুর আরও চড়িয়ে দক্ষিণ ২৪ পরগণা যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লার হুঁশিয়ারি, গাড়ি ভাঙচুর সবে শুরু, এবার হাড়গোড় ভাঙা হবে। কালো কালি লাগিয়ে দেবে।
এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, তৃণমূল আশ্রিতরা প্ল্যান করে হামলা করেছে। পাঁচটি গাড়ি ভাঙচুর হয়েছে। ৭-৮ জন জখম । তৃণমূলের ঝান্ডা ধরার লোক রাখব না। এই দলটি ছিনতাই পার্টি হয়ে গেছে। শমীকবাবু সিনিয়র নেতা। তাঁর ওপর আক্রমণষ সব কিছুর প্রতিবাদ ও প্রতিশোধ হবে। পাল্টা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এ ঘটনায় তৃণমূলের কেউ ছিল নাকি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, দেখতে হবে। সব মিলিয়ে বারবার হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)