Delhi's New CM: অপেক্ষার অবসান, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল BJP ; সিংহাসনে কে ?
Rekha Gupta : রেখা গুপ্তার নাম বিজেপি দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতেই একে একে দলীয় বিধায়ক ও দলীয় নেতারা তাঁকে অভিনন্দন জানান।

নয়াদিল্লি : আম আদমি পার্টিকে হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু, ভোটে জেতার পর ১১ দিন কেটে গেলেও নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর ফ্রান্স ও আমেরিকা সফরের জন্য এই বাছাই-প্রক্রিয়া দেরি হচ্ছে বলে জানা যায়। স্বভাবতই ভেসে আসছিল একাধিক নাম। অবশেষে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা গুপ্তা (Rekha Gupta to be Delhi's New CM)। এদিনই দিল্লি বিজেপির পরিষদীয় দল তাঁকে নেত্রীর হিসাবে বেছে নেয়। এক্স হ্যান্ডেলে এই মর্মে পোস্ট করা হয়েছে । কালই তিনি শপথ নেবেন বলে খবর।
রেখা গুপ্তার নাম বিজেপি দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতেই একে একে দলীয় বিধায়ক ও দলীয় নেতারা তাঁকে অভিনন্দন জানান। তাঁর বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বাজি ফাটিয়ে তাঁরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। দলের দিল্লি অফিসের বাইরেও মিষ্টি বিতরণ করা হয়।
#WATCH | BJP MLA elect Rekha Gupta to become the CM of Delhi; visuals of celebrations from outside her residence. pic.twitter.com/C6FeRy9JMw
— ANI (@ANI) February 19, 2025
দিল্লির শালিমার বাগ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তিনি। আগামীকাল বৃহস্পতিবারই তিনি রামলীলা ময়দানে শপথ নিতে পারেন বলে সংবাদ সংস্থা ANI সূত্রের খবর। এদিন নব-নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রবিশঙ্কর প্রসাদ ও ওমপ্রকাশ ধনকড়। সেখানেই রেখা গুপ্তার নামে সিলমোহর পড়ে। প্রাথমিকভাবে তাঁর নামের কথা অফিসিয়ালি সামনে আসে দিল্লি বিজেপির এক্স হ্যান্ডেলের মাধ্যমে। একটি হিন্দি পোস্টে দলীয় এক্স হ্যান্ডেলে লেখা হয়, "দিল্লি বিজেপির পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তাজিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।" রেখা গুপ্তা দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েই মুখ্যমন্ত্রীর কুর্সিতে জায়গা করে নেওয়াই, দিল্লি সরকারকে অতিশীর পর ফের কোনও মহিলা মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিতে চলেছেন। এর আগেও দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী সরকার চালিয়েছেন। আম আদমি পার্টির অতিশীর পর রেখা গুপ্তা পরবর্তী মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
রেখা গুপ্তার নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে সামনে আসতেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন অতিশীও। তিনি বলেন, "নতুন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রেখা গুপ্তাকে অভিনন্দন জানাই। আমি আশা করি, দিল্লিবাসীকে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করবে। আমি AAP-এর তরফ থেকে বলতে পারি, আমাদের দল উন্নয়নমূলক কাজে বিজেপি সাহায্য করতে সবসময় প্রস্তুত আছে। তিনি দিল্লির চতুর্থ মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এটা খুব ভালো ব্যাপার যে প্রচুর উৎসাহ নিয়ে মহিলারা রাজনীতিতে আসছেন।"
#WATCH | Delhi's caretaker CM & AAP leader Atishi says, "I congratulate Rekha Gupta for becoming the CM...I hope that the BJP will fulfil all the promises that they have made to the people of Delhi...I would like to say from the AAP front that our party is always ready to extend… pic.twitter.com/Ay7mwmuiB7
— ANI (@ANI) February 19, 2025






















