Diamond Harbour : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আপনি !' ডায়মন্ড হারবারের ভোটার তালিকায় গরমিলের অভিযোগ অনুরাগের; পাল্টা তৃণমূল
BJP MP: ডায়মন্ড হারবারের ভোটারের তালিকায় গরমিলের অভিযোগ করে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় তথ্য় সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর !

কলকাতা : ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সম্মুখ-সমরে বিজেপি ও বিরোধীরা। এই প্রেক্ষাপটে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ভোটারের তালিকায় গরমিলের অভিযোগ করে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় তথ্য় সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর ! তাঁর দাবি, গত ৪ বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের ১ হাজার ৭২৪টি বুথের মধ্যে ৩০১টিতে ১৫ শতাংশেরও বেশি ভোটার বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৩৫টি বুথ, ফলতার ১৭টি বুথ, সাতগাছিয়ার ৩৬টি, বিষ্ণুপুরের ৯২টি বুথ, মহেশতলার ৮৯টি ও বজবজ বিধানসভা কেন্দ্রের ৩২টি বুথ রয়েছে।
অনুরাগ ঠাকুর বলেন, "ফলতায় ১৭, ডায়মন্ড হারবারে ৩৫, বিষ্ণুপুরে ৯২, মহেশতলায় ৮৯, বজবজে ৩২, অভিষেক বন্দ্যোপাধ্যায়জি কোথায় আছেন আপনি ! ডায়মন্ড হারবারে কী চলছে দেখুন, চেক করুন।" পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এনিয়ে কুণাল ঘোষ বলেন, "কোথাও ভোট বাড়া সেটা তো অন্যায় হতে পারে না। প্রধানমন্ত্রীর কেন্দ্র নিয়েও অনুবীক্ষণ যন্ত্রের তলায় বিশ্লেষণ প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়ে ৭ লক্ষ ভোটে জিতেছেন, তার ধাক্কা এখনও বিজেপি সহ্য করতে পারছে না। অনুরাগ ঠাকুর প্রথমে বলুন, আপনাদের দল ক'টা বুথে পুনরায় ভোট চেয়েছিল ?"
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ভোটার তালিকার তথ্য় তুলে ধরে বিজেপির হেভিওয়েট সাংসদ অনুরাগ ঠাকুরের দাবি, এই তালিকায় ২ লক্ষ ৫৯ হাজার ৭৭৯ জন সন্দেহজনক ভোটার রয়েছে, যার মধ্যে ৩ হাজার ৬১৩ ডুপ্লিকেট ভোটার, ১ লক্ষ ৫৫ হাজার ৩৬৫ জনের ঠিকানা ভুয়ো। ভোটার কার্ডে ২৯০ জন ভোটারের আত্মীয়ের নাম ভুয়ো। বিজেপি সাংসদের আরও দাবি, ভোটার তালিকায় এমনটাও দেখা যাচ্ছে, ভোটার কার্ডে একই ঠিকানায় বিভিন্ন ধর্মের লোকজন একসঙ্গে থাকছেন। অনুরাগ ঠাকুরের কথায়, "একই ঘর নম্বর অথচ ভিন্ন ধর্মের মানুষ সেখানে থাকছেন ! ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রে বুথ নম্বর ১০৩-এর ঘর নম্বর ০০১১, এমনই দেখা গিয়েছে।"
ভোটার তালিকায় গরমিলের অভিযোগস্বরূপ বিজেপি সাংসদের অভিযোগ, ডায়মন্ডহারবারের সাতগাছিয়া কেন্দ্রে সারিমান বিবির নাম প্রথম বার ভোটার তালিকায় উঠছে। কিন্তু, তাঁর বয়স ৮৯ বছর। বিষ্ণপুর কেন্দ্রে নতুন ভোটার হিসাবে সালেহ মোল্লার নাম ঢুকেছে। কিন্তু, তাঁর বয়স ৯৪ বছর। প্রসঙ্গত, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ সালে ৭১,২৯৮ ভোটে জেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে জেতেন ৩,২০,৫৯৪ ভোটে। আর ২০২৪ সালে জয়ের ব্যবধান বেড়ে হয় ৭,১০,৯৩০ ভোট।






















