এক্সপ্লোর
সন্দেহ, অবৈধ সম্পর্ক রয়েছে, গুরুগ্রামে স্বামীর গুলিতে বিজেপি নেত্রী খুন
সুনীল আগে সেনাবাহিনীতে ছিলেন, এখন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার দিয়ে স্ত্রীকে তিনি গুলি করেছেন বলে অভিযোগ।

গুরুগ্রাম: গুরুগ্রামে বিজেপি কিষাণ মোর্চা নেত্রী মুনেশ গোদারা স্বামীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ। ঘটনার পর চম্পট দিয়েছেন তাঁর স্বামী সুনীল গোদারা। তাঁর সন্দেহ ছিল, কারও সঙ্গে তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৯৩-তে ঘটেছে এই ঘটনা। বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক মুনেশ তাঁর বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন, তখন সুনীল তাঁকে গুলি করেন বলে অভিযোগ। মুনেশ সেই অবস্থাতেই ফোনে বোনকে খবর দেন, স্বামী গুলি করেছেন তাঁকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, সুনীলের সন্দেহ ছিল, তাঁর স্ত্রীর কাদারপুর গ্রামের কারও সঙ্গে সম্পর্ক রয়েছে, স্ত্রীর বুকে দু’বার গুলি করেন তিনি। সুনীল ও মুনেশের বিয়ে হয় ২০০১ সালে, ২০১৩-য় মুনেশ যোগ দেন বিজেপি মহিলা মোর্চায়। কিন্তু সুনীলের স্ত্রীর বাইরে যাতায়াতে আপত্তি ছিল, দলের কাজেও মুনেশ বাইরে যান তিনি চাইতেন না। এমনকী ফোনে কথা বলতে দেখলেও চটে যেতেন। সুনীল আগে সেনাবাহিনীতে ছিলেন, এখন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার দিয়ে স্ত্রীকে তিনি গুলি করেছেন বলে অভিযোগ। তারপর গা ঢাকা দিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, সুনীলকে খুঁজছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















