Delhi Elections 2025: যমুনায় 'সলিল সমাধি' কেজরিওয়ালের হ্যাটট্রিকের স্বপ্ন ! ২৭ বছর পর দিল্লির 'দিলে' পদ্ম
PM Narendra Modi: দিল্লির বুকে ফের এক ইতিহাস তৈরি করলেন নরেন্দ্র মোদি। আম আদমি পার্টিকে দুরমুশ করে, প্রায় ২৭ বছর পর দিল্লির পদ্মাসনে বিজেপি।

নয়াদিল্লি : আম আদমি পার্টিকে দুরমুশ করে, প্রায় ২৭ বছর পর দিল্লিতে জিতল বিজেপি। আর শুধু আম আদমি পার্টিই হারল না, হারলেন দলের প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালও। অন্যদিকে, স্বপ্নপূরণ করলেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালে দিল্লির তখতে বসলেও, এতদিন অবধি বিধানসভা বিজেপির দখলে ছিল না। এবার, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপির শাসন প্রতিষ্ঠিত হল।
ঐতিহাসিক জয়। রেকর্ড জয়। বাম্পার জয়। দিল্লির বুকে ফের এক ইতিহাস তৈরি করলেন নরেন্দ্র মোদি। আম আদমি পার্টিকে দুরমুশ করে, প্রায় ২৭ বছর পর দিল্লির পদ্মাসনে বিজেপি। শুধু, আম আদমি পার্টিই হারল না, হারলেন দলের প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালও। যমুনায় সলিল সমাধি ঘটল কেজরিওয়ালের হ্যাটট্রিকের স্বপ্নের। উল্টোদিকে, স্বপ্নপূরণ করলেন নরেন্দ্র মোদি। মোদি ২০১৪ সালেই দিল্লির তখতে বসলেও, এতদিন অবধি বিধানসভা তাদের দখলে ছিল না। এবার, কেজরিওয়ালকে উড়িয়ে দিয়ে, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপির শাসন প্রতিষ্ঠিত হল।
৭০ আসনের দিল্লি বিধানসভার ম্যাজিক ফিগার ৩৬। বিজেপির দখলে ৪৮টি। আম আদমি পার্টির দখলে ২২টি আসন। এবারও, খালি হাতেই ফিরতে হল কংগ্রেসকে। দিল্লি জয়ের পর এক্স পোস্টে নরেন্দ্র মোদি লিখলেন, 'উন্নয়নের জয়, সুপ্রশাসনের জয়।'
১৯৯৮ সালে দিল্লির শেষ বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। এবার কে মুখ্যমন্ত্রী হবেন ? কেজরিওয়ালকে হারিয়ে জায়ান্ট কিলারে পরিণত হওয়া পরভেশ বর্মা ? প্রয়াত পিতা সাহিব সিং বর্মার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী পদে কি তাঁকে বসাবেন মোদি ? নাকি, মায়ের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারেন নয়াদিল্লির সাংসদ সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ ? দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কি রয়েছেন, দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বিজেন্দ্র সজদেব ? নাকি, মধ্যপ্রদেশের মোহন যাদব, রাজস্থানের ভজনলাল শর্মা কিংবা ছত্তীসগঢ়ের বিষ্ণু দেও সাঁইয়ের মতো কোনও আপাত অচেনা মুখকে মুখ্যমন্ত্রী করে চমক দিতে পারেন মোদি ?
২০১৩ সালে কংগ্রেসের ১৫ বছরের মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। জাতীয় রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিলেন তিনি। আর এবার, সেই নয়াদিল্লি কেন্দ্রে নিজেই পরাজিত হলেন। পরাজয়ের ছবি স্পষ্ট হতেই পর তাঁর প্রতিক্রিয়া, 'আমি বিজেপিকে জয়ের জন্য় অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, মানুষ যে প্রত্যাশা নিয়ে, তাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, তা তারা পূরণ করবে। এখনও আমরা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব।'
একা কেজরিওয়াল নন, কেজরিওয়ালের সেকেন্ড-ইন-কম্যান্ড মণীশ সিসোদিয়া। একদা কেজরিওয়াল মন্ত্রিসভার হেভওয়েট মন্ত্রী সত্যেন্দ্র জৈন ও সৌরভ ভরদ্বাজও বিজেপি ঝড়ে উড়ে গেলেন।একমাত্র শুধু মুখরক্ষা করলেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। কালকাজি কেন্দ্রে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি। অন্যদিকে, ২০১৫, ২০২০-পর ২০২৫-এ এসেও, এবার দিল্লিতে খাতা খুলতে পারল না কংগ্রেস। তাদের ঝুলি শূন্যই রয়ে গেল।
আবগারি কেলেঙ্কারি থেকে শুরু করে দূষিত যমুনা, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি সংস্কার, অরবিন্দ কেজরিওয়ালের মহাপতনের নেপথ্যে কোনটা বড় কারণ আর কোনটা ছোট, পাঁচ বছর ধরে তারই হিসাব কষতে হবে আম আদমি পার্টির ভোট-পণ্ডিতদের। আর, বিজেপি এবার ঝাঁপাবে বিহার বিধানসভা ভোটের জন্য। তাদের সামনে চ্যালেঞ্জ ক্ষমতা ধরে রাখার। নভেম্বরে ভোট বিহারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
