(Source: ECI/ABP News/ABP Majha)
BKU Split: সংগঠনে ফাটল, টিকায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে আলাদা দল কৃষক নেতাদের
Rakesh Tikait: নতুন দলের নাম ভারতীয় কিষাণ ইউনিয়ন (অরাজনৈতিক)। রবিবার এই ঘোষণা করেন ভারতীয় কিষাণ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট
নয়াদিল্লি: প্রকাশ্যে ভারতীয় কিষাণ ইউনিয়নের অন্তর্দ্বন্দ্ব। আড়াআড়ি ভেঙে গেল বিকেইউ (BKU)। এই সংগঠনেরই নেতা রাকেশ টিকায়েত। নেতৃত্বে রয়েছে রাকেশ টিকায়েতের ভাই নরেশ টিকায়েতও। গোটা ঘটনায় চাঞ্চল্য দেশের রাজনৈতিক মহলে।
কেন এমন কাজ:
রাজনীতির অভিযোগ উঠেছে টিকায়েতদের বিরুদ্ধে। রাকেশ ও নরেশ টিকায়েত নিজেদের স্বার্থের জন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা চাষিদের স্বার্থ দেখছেন না। সংগঠনের ভিতর থেকেই এমন অভিযোগ উঠেছে। তার জন্যই এবার আলাদা দলের ঘোষণা করলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের বেশ কয়েকজন সিনিয়র নেতা। নতুন দলের নাম BKU (A) বা ভারতীয় কিষাণ ইউনিয়ন (অরাজনৈতিক)। রবিবার ছিল সংগঠনের প্রতিষ্ঠাতা মহেন্দ্র সিং টিকায়েতের মৃত্যুবার্ষিকী। সেখানেই এই ঘোষণা করেন ভারতীয় কিষাণ ইউনিয়নের (Bharatiya Kishan Union) ভাইস প্রেসিডেন্ট রাজেশ চৌহান। তাঁকে এবং বয়োজেষ্ঠ নেতাদের অসম্মান করাও হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
নতুন সংগঠনের আর এক নেতা হরিনাম সিং সংবাদ সংস্থাকে জানিয়েছে, লখনউতে (Lucknow) নতুন এই সংগঠনের ঘোষণা হয়েছে। রাজেশ চৌহান নতুন সংগঠনকে নেতৃত্ব দেবেন। কোনওরকম রাজনৈতিক সংস্রব না রেখে শুধুমাত্র কৃষকদের স্বার্থে কাজ করা হবে জানানো হয়েছে।
কী অভিযোগ:
রাজেশ চৌহান অভিযোগ করেন, কৃষকদের (Farmer) স্বার্থের বদলে রাজনৈতিক বিষয়ে জড়িয়ে গিয়েছে টিকায়েতরা। কর্মীদের কথা শোনেন না। বাকি সদস্যদের মতকে গুরুত্ব দেন না। টিকায়েতদের জন্য ভারতীয় কিষাণ ইউনিয়নের মতো সংগঠন রাজনৈতিক দলের হাতের পুতুলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নেতা। যদিও কোনও দলের নাম বলেননি তিনি। তিনি আরও বলেন, কোনও বিকেইউ থেকে কাউকে বরখাস্ত করা হয়নি। বরং কয়েকজন মিলে সরে এসে নতুন সংগঠন (Organisation) তৈরি করা হয়েছে।
কৃষি আইন (Farmer Law) নিয়ে আন্দোলনের সময়ে প্রতিদিনই খবরের শিরোনামে ছিলেন রাকেশ টিকায়েত। আন্দোলনের নেতৃত্ব দেওয়া পাশাপাশি বিভিন্ন বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। সারা দেশে বিজেপি বিরোধী মুখ হিসেবে তাঁকে তুলেও ধরা হয়েছিল। তার পর পঞ্জাব ও উত্তরপ্রদেশে নির্বাচনের সময় থেকেই রাকেশ টিকায়েতের বিরুদ্ধে এমন অভিযোগ তুলতে শুরু করেছিলেন তাঁর একসময়ের সতীর্থরা।
আরও পড়ুন: ইউরিয়ার পর ডিজেল, ফের শ্রীলঙ্কার পাশে ভারত