এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানে গুগল সার্চের নিরিখে শীর্ষ ১০-এ অভিনন্দন বর্তমান ও সারা আলি খান
জানেন কি, কোন ভারতীয় ব্যক্তিত্বকে সব থেকে বেশি সার্চ ইঞ্জিনে খোঁজ করেছে পাকিস্তানিরা? শুনলে চমকে যাবেন গুগলের প্রকাশিত তথ্য অনুসারে, ২০১৯ এ যে ১০ জন ব্যক্তিত্বকে পাক-নেটিজেন বেশি খুঁজেছে, তার মধ্যে শীর্ষ ১০-এ আছেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ও অভিনেত্রী সারা আলি খান।
ইসলামাবাদ: জানেন কি, কোন ভারতীয় ব্যক্তিত্বকে সব থেকে বেশি সার্চ ইঞ্জিনে খোঁজ করেছে পাকিস্তানিরা? শুনলে চমকে যাবেন গুগলের প্রকাশিত তথ্য অনুসারে, ২০১৯ এ যে ১০ জন ব্যক্তিত্বকে পাক-নেটিজেন বেশি খুঁজেছে, তার মধ্যে শীর্ষ ১০-এ আছেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ও অভিনেত্রী সারা আলি খান।
ভারতীয় টিভি শো-গুলির জনপ্রিয়তাও তো পাকিস্তানে কম নয়। সেখানেও শীর্ষ ১০-এ দ্বিতীয় স্থানে ভারতের বিগ বস ১৩। অষ্টম স্থানে ছোটদের প্রিয় ‘মোটু-পাতলু’।
পাকিস্তানে যেসব ব্যক্তিত্ব নেটিজেনদের কাছে সবথেকে প্রিয়, সেই তালিকায় বেশ এগিয়ে সেফ আলি খানের মেয়ে সারা। ২০১৮য় সারার ‘সিম্বা’ ও ‘কেদারনাথ’ মুক্তি পাওয়ার পর থেকেই তাঁর জনপ্রিয়তা প্রতিবেশী দেশেও ঊর্ধ্বমুখী।
গুগল-সার্চের ভিত্তিতে তৈরি করা তালিকায় ৯ নম্বরে উইং কম্যান্ডার অভিনন্দন। অভিনন্দন বর্তমান ভারতীয়দের কাছে এখন ‘ওয়ার হিরো’। বালাকোটে মিগ ২১ বাইসন নিয়ে পাক বায়ুসেনার একটি এফ ১৬ বিমানকে গুলি করে নামান অভিনন্দন। তবে তাড়া করতে গিয়ে পাকিস্তানের গুলি লাগে তাঁর বিমানেও। তিনি সফল ভাবে বিমান থেকে বেরিয়ে গেলেও, পাক সেনাদের হাতে ধরা পড়েন। তারপরে পাল্টা চাপের মুখে তাঁকে ছেড়ে দিতে বাধ্যহয় পাকিস্তান। তারপর থেকে তাঁকে ঘিরে পাকিস্তানে আগ্রহের কমতি নেই।
গানের জগতে পাকিস্তানে গুগলে আদনান সামির খোঁজ চোখ পড়ার মতো। আদনান সামি পাক নাগরিক হলেও কয়েকবছর আগে ভারত তাঁকে নাগরিকত্ব দিয়েছে। কিন্তু ভারত-পাক বিরোধের আবহে বহুবারই আদনানকে নানাভাবে ট্রোলড হতে হয়েছে।
ভারতীয় সিনেমার মধ্য ‘কবীর সিং’ ও ‘গাল্লিবয়’ সার্চ-ইঞ্জিনে খোঁজের নিরিখে বেশ উপরের দিকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement