Tripura News: অনুপ্রবেশের সময় ত্রিপুরায় আটক ১২ জন বাংলাদেশি, ধৃত ৩ ভারতীয় দালাল
Bangladeshi Arrested In Tripura: ভারতে অনুপ্রবেশ করা ১২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হল ত্রিপুরায়। ধরা পড়েছে তিনজব ভারতীয় দালালও।
আগরতলা: সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force) ও ত্রিপুরা পুলিশের (Tripura police) হাতে ধরা পড়ল ১২ জন বাংলাদেশি নাগরিক (Bangladeshi nationals)। টাকার বিনিময়ে তাদের ভারতে অনুপ্রবেশ করানোর অভিযোগে তিনজন ভারতীয় দালালকেও (Indian touts) গ্রেফতার করা হয়েছে।
এপ্রসঙ্গে পশ্চিম আগরতলা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ পরিতোষ দাস বলেন, " আজকে পাঁচজন বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। জেরায় ধৃতরা জানিয়েছে যে তারা বাংলাদেশের বাসিন্দা এবং বেআইনিভাবে ত্রিপুরাতে প্রবেশ করেছে। তাদের নামে একটি মামলা দায়ের করার পাশাপাশি যে দালালের সাহায্যে তারা ভারতে অনুপ্রবেশ করেছে সেই দালালের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।"
তিনি আরও জানান, গত ২৩ অগাস্ট আমরা খবর পাই যে ত্রিপুরাতে কিছু মানুষ বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে আমরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্য সামনে আসে।
ধৃত ওই পাঁচজন বাংলাদেশি নাগরিক হল সোহেল রানা, নূরমান আলি,হামিম আলি, লিটন আলি ও সেলিম রিয়াজ। তারা প্রত্যেকে চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। এই পাঁচজন ছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলার বামুতীয়া এলাকা থেকে আরও সাতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ও তাদের বেআইনিভাবে ভারতে নিয়ে আসা দালালদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অন্য একজন পুলিশ আধিকারিক।
এই বিষয়ে লেফানঙ্গা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ সহদেব দাস জানান, পুলিশের একটি দল নির্দিষ্ট খবরের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বেরিমুরা এলাকায় একটি অটোকে আটক করে। ওই অটো থেকে সাতজন বাংলাদেশি ও একজন ভারতীয় দালালকে আটক করা হয়। অটো থেকে ধৃত ওই বাংলাদেশিরা হল মহম্মদ আবদুল্লা, মহম্মদ মুজিবুর রহমান, মহম্মদ সালাল, মহম্মদ সিফাত, মহম্মদ রুবেল ইসলাম, মহম্মদ হাসমত আলি ও মহম্মদ আবদুর রহমান। আর ভারতীয় দালাল ও অটো চালকের নাম হল জীবন বৈশ্য।
সীমান্তরক্ষী বাহিনীর তরফে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ অগাস্ট গোপন সূত্রে খবর আসে দুজন ভারতীয় দালাল পশ্চিম ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে অবস্থিত বেলাবর নামে একটি জায়গায় লুকিয়ে রয়েছে। এই খবরের ভিত্তিতে রাতেই ওই এলাকায় যৌথভাবে তল্লাশি চালায় সীমান্ত রক্ষী বাহিনী ও জিআরপি। তারপর ওই দুই ভারতীয় দালালকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জেরায় জানা গেছে ধৃতরা ভারত ও বাংলাদেশ সীমান্তের মাধ্যমে বেআইনি অনুপ্রবেশ ও মানব পাচারের সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে। এছাড়াও দু-দেশের মধ্যে বিভিন্ন জিনিস পাচারের কাজও করে তারা। ধৃতদের জেরা করে এই সিন্ডিকেটের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।