Operation Sindoor Effect: অপারেশন সিঁদুরের দিনে জন্ম, ভারতের প্রত্যাঘাতকে স্মরণীয় করে রাখতে মেয়ের কী নাম রাখলেন মা-বাবা?
Operation Sindoo Effect: গতকাল, অর্থাৎ ৭ই মে, সকাল ৯টা নাগাদ একটি কন্যাসন্তানের জন্ম দেন রাখী

কলকাতা: গোটা ভারত যখন নিবিড় ঘুমে, তখনই পাকিস্তানের ওপর চরম প্রত্যাঘাত করল ভারতীয় সেনা। 'অপারেশন সিঁদুর'। গুঁড়িয়ে গেল পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি। পরের দিন সকালে কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিংহ বিশদে জানালেন, কোন কোন ঘাঁটি ধ্বংস করা হয়েছে পাকিস্তানের। কী কী হত সেখানে। কোন ঘাঁটি থেকে কোন কোন জঙ্গিদের কোন কোন হামলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তার সমস্ত কিছুই জানান এই দুই সেনপ্রধান। ভারতের প্রত্যাঘাতের কথা জানতে পেরে, সেদিন যেন গর্বে বুক ফুলে উঠেছিল দেশবাসীর। আর সেই গর্বকে সারা জীবনের জন্য মনে রাখতে চাইলেন বিহারের কাঠিহারের এই দম্পতি। নিলেন বিশেষ পদক্ষেপ।
সন্তোষ মন্ডল আর রাখী কুমারী। বিহারের কাঠিহারের বাসিন্দা তাঁরা। গতকাল, অর্থাৎ ৭ই মে, সকাল ৯টা নাগাদ একটি কন্যাসন্তানের জন্ম দেন রাখী। আর এই দিনটি ছিল ভারতের প্রত্যেকটা মানুষের কাছে গর্বের। এই দিনটাতেই কাশ্মীরের পহেলগাঁও-তে নারকীয় হামলার প্রতিশোধ নিয়েছে ভারত। বেছে বেছে হিন্দু পর্যটক খুনের বদলা, ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। বারে বারেই ভারতীয় সেনার তরফ থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভারতের নিশানায় পাকিস্তানের কোনও সেনা ঘাঁটি বা সাধারণ মানুষ ছিল না। কেবল মাত্র বেছে বেছে, নির্দিষ্টভাবে জঙ্গিদের ঘাঁটিগুলিকেই ধ্বংস করা হয়েছে। আর সেই অপারেশনের বিস্তারিত বিবরণ ও দিয়েছিলেন দুই কন্যা। কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। আর বিশেষ এই দিনে যে কন্যা জন্মাল রাখীর কোলে, গোটা পরিবার মিলে, 'অপারেশন সিঁদুর' -এর সঙ্গে মিলিয়ে নাম রাখলেন তার। 'সিঁন্দুরী'।
বালথি মাহেশপুরের বাসিন্দা সন্তোষ মন্ডল আর রাখী কুমারী। একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে সিন্দুরী-র। ওই হাসপাতালের ম্যানেজার জানান, ওই দম্পতি ভারতের 'অপারেশন সিঁদুর'-কে চিরকাল মনে রাখতেই, মেয়ের নাম রেখেছেন সিন্দুরী। এর থেকেই বোঝা যায় দেশভক্তি কিভাবে প্রত্যেকটা সাধারণ মানুষকে ছুঁয়ে যায়। ওই শিশুটির দাদু সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিশেষ এই দিনেই ভারত পাকিস্তানের ওপর হামলা করে যোগ্য জবাব দিয়েছে। আর এই বিশেষ দিনেই আমাদের ঘরে কন্যাসন্তান এসেছে। সেই কারণেই ভারতের অপারেশনের নামে ওর নাম। পরিবারের সবাই এই নাম নিয়ে ভীষণ খুশি। আমাদের কন্যাসন্তানের নামটা অনন্য হয়ে থাকবে। যতবার কেউ ওর নাম ধরে ডাকবে, ততবার মানুষ ভারতের এই রাজকীয় প্রত্যাঘাতটি মনে করবে।






















