এক্সপ্লোর
Advertisement
শর্টস-এর বিজ্ঞাপনে গণেশ, ক্ষমা চেয়ে সরাল ব্রাজিলের নামী পোশাক ব্র্যান্ড
সাও পাওলোয় অবস্থিত উক্ত ব্র্যান্ডটি অবশ্য আপত্তি ওঠামাত্র গণেশর ছবি দেওয়া ওই বিজ্ঞাপন তাদের ওয়েব সাইট থেকে তুলে নিয়েছে। বিপণনের জন্য ওই বিশেষ ধরনের শর্টস তৈরি করাও আপাতত বন্ধ রাখা হয়েছে।
নয়াদিল্লি: ভারতীয়দের ধর্মীয় ভাবাবেগে অসচেতনভাবে ঘা দিয়ে ফেলল একটি বিদেশই পোশাকের ব্র্যান্ড। জন কোত্রে নামে ওই ব্রাজিলিয় পোশাক সংস্থা ফ্যাশনেবল পোশাক নির্মাণের ক্ষেত্রে বেশ জনপ্রিয়। সম্প্রতি তারা পুরুষ ও নারীর জন্য নিয়ে এসেছিল শর্টসের একটি ফ্যাশন লাইন। আর তারই বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছিল গণেশের একটি ছবি। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসামাত্র ভারতীয়দের ধর্মীয় আবেগে আঘাত করা হয়েছে বলে দাবি ওঠে হিন্দুদের একাংশের মধ্যে।
গণেশ হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দেবতা। ব্যবসায়ী, বুদ্ধিজীবী, ব্যাঙ্কার-সবার কাছে সিদ্ধিলাভের অন্যতম সাধন হলেন গণেশ। পৃথিবীর ১.২ বিলিয়ন উপাসকের কাছে তাই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে।
সাও পাওলোয় অবস্থিত উক্ত ব্র্যান্ডটি অবশ্য আপত্তি ওঠামাত্র গণেশর ছবি দেওয়া ওই বিজ্ঞাপন তাদের ওয়েব সাইট থেকে তুলে নিয়েছে। বিপণনের জন্য ওই বিশেষ ধরনের শর্টস তৈরি করাও আপাতত বন্ধ রাখা হয়েছে। কোম্পানির তরফে ক্ষমা চেয়ে জানানো হয়েছে, যদি অজ্ঞানতাবশত কারও ধর্মীয় আবেগে আমরা আঘাত করে থাকি, আমরা দুঃখিত।
ব্রাজিলে স্থিত ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত সুরেশ রেড্ডি সংশ্লিষ্ট সংস্থার কর্ণধার জন কোত্রেকে গণেশ সম্পর্কিত স্পর্শকাতরতার বিষয়টি বুঝিয়ে দেওয়ার পরই সংস্থার তরফে ক্ষমা চাওয়া হয়। বিশেষত, আমেরিকাবাসী এক হিন্দু ধর্মপ্রচারক রাজন জেদ বিষয়টিকে প্রকাশ্যে এনে এর কড়া সমালোচনা করেন। বলেন, গণেশের ছবি দিয়ে ওই পোশাকগুলিকে প্রোমোট করা শুধু কুরুচিকরই নয়, হিন্দুধর্মের অবমাননাও বটে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement