Maharashtra Corona Crisis : লাফিয়ে বাড়ছে করোনা, চার ও পাঁচতারা হোটেল হবে কোভিড সেন্টার
দেশের করোনা চিত্র বলছে, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। যেকোনও দিন পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই তার ইঙ্গিত দিয়েছেন। সোমবার খাস মুম্বইতে করোনা নিয়ন্ত্রণে আরও এক ব্যবস্থা নিল বিএমসি।
মুম্বই : নিত্যদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা রোগীর চাপ সামলাতে এবার পাঁচতারা হোটেলকে করোনো সেন্টারে বদলানোর সিদ্ধান্ত নিল 'বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশেন'(বিএমসি)। পাশাপাশি মুম্বইয়ের শহরতলিতে তিনটি জাম্বো 'ফিল্ড হসপিটাল'-এর ব্যবস্থা করা হচ্ছে।
এ প্রসঙ্গে সংবাদসংস্থা আই এ এন এস-কে মিউনিসিপ্যাল কমিশনার আইএস চাহাল জানিয়েছেন, শহর ও শহরতলির কিছু চারতারা ও পাঁচতারা হোটেলকে দ্রুত কোভিড কেয়ার সেন্টারে বদলে ফেলা হবে। এখানে কোভিড কেয়ার সেন্টার-২ সুবিধা পাবেন কোভিড পজিটিভ রোগীরা।
প্রশ্ন ওঠে, কারা এই হোটেল থেকে কোভিড সেন্টারে রূপান্তরিত বিষয়টি দেখভাল করবেন? এই বিষয়ে খোলসা করেন খোদ মিউনিসিপ্যাল কমিশনার। আইএস চাহাল বলেন, ''বড় প্রাইভেট হসপিটালের পেশাদার ব্যক্তিরাই এই সেন্টারগুলির তত্ত্বাবধানে থাকবেন। এই নতুন সেন্টারগুলির ফলে বহু অভাবী রোগীর জন্য বেড পাওয়া সম্ভব হবে। যারা অপেক্ষাকৃত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাদের পাঠিয়ে দেওয়া হবে সিসিসি-২ সেন্টারগুলিতে।''
এর পাশাপাশি তিনটি জাম্বো ফিল্ড হসপিটালের ব্যবস্থা করছে বিএমসি। যেখানে প্রতিটি হাসপাতালে ২০০০ বেডের ব্যবস্থা থাকছে। আশঙ্কাজনক রোগীদের জন্য রয়েছে ২০০ আইসিইউ বেড। এই বেডগুলির ৭০ শতাংশের সঙ্গেই অক্সিজেনের সুবিধা থাকবে। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় এই ফিল্ড হাসপাতালের ব্যবস্থা করা হচ্ছে। করোনা রুখতে আগামী তিন সপ্তাহের মধ্যেই এই হাসপাতালগুলি গড়ার কথা হয়েছে। এগুলি তৈরি হলে, বাণিজ্য নগরীতে সব মিলিয়ে ১০টা করোনার ফিল্ড হসপিটাল তৈরি হবে।
মুম্বইয়ের করোনা পরিস্থিতি বলছে, ইতিমধ্যেই সেখানে ৯১ হাজার সক্রিয় করোনা রোগী রয়েছেন। কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে পুর পর্ষদ ৩২৫টা আইসিইউ বেড শহরের বিভিন্ন হাসাপাতালে দিয়েছে। যার জেরে বেডের সংখ্যা শহরে পৌঁছে গিয়েছে ২৪৬৬তে। অনলাইন করোনা বেডের দিকে তাকালে দেখা যাচ্ছে, বৃহন্মুম্বই অঞ্চলের ১৪১টি হাসপাতালে এখন ১৯,১৫১টি বেড রয়েছে। যার মধ্যে ৩৭৭৭টি বেড খালি।
এখানেই শেষ নয়, এই পুরো কোভিড ব্যবস্থাপনা দেখার জন্য আরও নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন মিউনিসিপ্যাল কমিশনার আইএস চাহাল। পাশাপাশি ৭টি জাম্বো ফিল্ড হাসপাতাল চালানোর জন্য দুটো শিফ্টে কাজ হচ্ছে।