Budget 2021 on Education: তৈরি হবে উচ্চশিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতির আওতায় স্কুলের উন্নয়নের ঘোষণা অর্থমন্ত্রীর
শুধু শিক্ষানীতি নিয়ে নয়, এদিন দেশের বিভিন্ন প্রান্তে স্কুল তৈরির কথা ঘোষণা করেন নির্মলা সীতারমণ। আদিবাসী এলাকায় বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করে সরকার। আদিবাসী এলাকায় তৈরি হবে ৭৫৮টি নতুন বিদ্যালয়। তিনি জানান, মানবসম্পদ উন্নয়নে ১৫ হাজার কোটি একলব্য স্কুল হবে।
![Budget 2021 on Education: তৈরি হবে উচ্চশিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতির আওতায় স্কুলের উন্নয়নের ঘোষণা অর্থমন্ত্রীর Budget 2021 Union Budget on education sector, digital infrastructure, research plan Budget 2021 Budget 2021 on Education: তৈরি হবে উচ্চশিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতির আওতায় স্কুলের উন্নয়নের ঘোষণা অর্থমন্ত্রীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/02/01193126/nirmala-on-education.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: জাতীয় শিক্ষানীতির আওতায় ১৫ হাজার স্কুলের উন্নয়ন হবে। দেশজুড়ে এই কাজ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে পেশ করতে গিয়ে এই ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রীর এই ঘোষণায় স্পষ্ট চালু হতে চলেছে জাতীয় শিক্ষানীতি।
শুধু শিক্ষানীতি নিয়ে নয়, এদিন দেশের বিভিন্ন প্রান্তে স্কুল তৈরির কথা ঘোষণা করেন নির্মলা সীতারমণ। আদিবাসী এলাকায় বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করে সরকার। আদিবাসী এলাকায় তৈরি হবে ৭৫৮টি নতুন বিদ্যালয়। তিনি জানান, মানবসম্পদ উন্নয়নে ১৫ হাজার কোটি একলব্য স্কুল হবে। শুধু তাই নয়, ৩৫ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। জানিয়েছেন অর্থমন্ত্রী।
এদিন বাজেট পেশ করতে গিয়ে সীতারমণ বলেন, উচ্চশিক্ষা কমিশন তৈরি হবে। কেন্দ্রীয় সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এর অধীনে থাকবে। লেহ্-তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাবও দেওয়া হয়েছে এদিন। একইসঙ্গে এদিন মেয়েদের কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য গত বছর বাজেট পেশে জাতীয় শিক্ষানীতির ঘোষণা করেন অর্থমন্ত্রী। করোনা আবহেই জাতীয় শিক্ষানীতির বদল করে সরকার। শিক্ষানীতির খসড়া প্রস্তুত করেছেন প্রাক্তন ইসরো প্রধানকে কস্তুরীরঙ্গনের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটি। ৩৪ বছর পর বদল হওয়া শিক্ষানীতিতে বলা হয় ইউজিসি, এআইসিটিই- র মতো উচ্চশিক্ষার নিয়ামক সংস্থা তুলে একটিমাত্র নিয়ামক সংস্থা হবে। এদিনও উচ্চ শিক্ষা কমিশনের ঘোষণা করেছে সরকার। কিন্তু ইউজিসি, এআইসিটিই নিয়ে কোনও কথা বলেননি অর্থমন্ত্রী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)