Himachal Accident: পাহাড় থেকে বাসের উপর পড়ল বিরাট পাথর! উপর দিয়ে কাদার স্রোত, মর্মান্তিকভাবে একাধিকের মৃত্যু হিমাচলে!
Himachal Pradesh Accident: পুলিশ সূত্রে খবর, বিলাসপুরের ভারথির কাছে ভালুতে আচমকাই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিশাল পাথরের চাঁই গড়িয়ে নিচে পড়ে।

নয়া দিল্লি: মঙ্গলবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসের ফলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পাথর-কাদা স্রোতের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। এখনও পর্যন্ত খবর, এই ঘটনায় ১৮ জনেরই মৃত্যু হয়েছে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, বিলাসপুরের ভারথির কাছে ভালুতে আচমকাই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিশাল পাথরের চাঁই গড়িয়ে নিচে পড়ে। সেই সময়ে সেখান থেকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস। স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাসপুরের বল্লু সেতুর কাছে হঠাৎ পাহাড় থেকে নেমে আসে বিপুল কাদা ও পাথরের স্রোত। মুহূর্তের মধ্যে ধসের জেরে চাপা পড়ে মারোটান–কালাউল রুটে চলা ওই বাসটি।
বিকট শব্দ শুনে প্রথমে স্থানীয়রা ছুটে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখতে পান। বাসের ভিতর থেকে যাত্রীদের আর্ত চিৎকার শুনে উদ্ধারের কাজে হাত লাগান। কিন্তু বিশাল আকারের পাথরের চাঁই সরাতে ব্যর্থ হন। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারীরা। জেসিবি মেশিনের সাহায্যে ধ্বংসস্তুপ সরিয়ে শুরু হয় উদ্ধারকার্য।
এরপর বাসের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় একের পর এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকারীদের অনুমান দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল।
ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। মাইক্রো ব্লগিং সাইট 'এক্স' হ্যান্ডলে তিনি লিখেছেন, 'বিলাসপুর জেলার খন্ডুতা বিধানসভা কেন্দ্রের বালুঘাটে ভয়াবহ ভূমিধসের খবর মনকে উথাল-পাতাল করে দিয়েছে। ওই ভূমিধসের কারণে পাথর খসে পড়ে এক বেসরকারি বাসের ১০ যাত্রীর মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা জানতে পারায় মন খারাপ হয়ে পড়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি, দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারকে এমন শোক সামলানোর শক্তি দিন। আহত ও নিহতদের পরিবারের পাশে থাকছে রাজ্য সরকার।'
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, 'হিমাচল প্রদেশের বিলাসপুরে ভূমিধসের ফলে বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি তাদের প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।'
President Droupadi Murmu says, "The news of the deaths of several people in a bus accident caused by a landslide in Bilaspur, Himachal Pradesh, is extremely tragic. I express my condolences to the families who have lost their loved ones and pray for the speedy recovery of those… pic.twitter.com/QgH1gbcsYA
— ANI (@ANI) October 7, 2025
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, 'হিমাচল প্রদেশের বিলাসপুরে ভূমিধসের ফলে বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাই।'






















