এক্সপ্লোর
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, টাকা ভর্তি ব্যাগ, সোনাদানা লুঠ
শ্রীকান্তর ডান পায়ে গুলি লেগেছে। দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ।

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে সোনাদানা সহ টাকা লুঠের অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীরা এখনও অধরা। খণ্ডঘোষের জুবিলার সগরাই বাজারে শ্রীকান্ত দাস নামে এক ব্যবসায়ীর সোনার দোকান রয়েছে। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ দোকানের এক কর্মচারীকে নিয়ে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। শ্রীকান্ত বসেছিলেন বাইকের পিছনে। অভিযোগ, জুবিলা হাটতলা এলাকায় তিন দুষ্কৃতী মোটরবাইক নিয়ে পথ আটকায়। প্রথমে তাঁর কর্মচারীকে ঠেলে ফেলে দেয়। তারপর ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগ লুঠের চেষ্টা করে। বাধা দিলে প্রথমে গুলি চালায়, এরপর মাথায় আঘাত করে সোনাদানা ও টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে তারা পালিয়ে যায়। শ্রীকান্তর ডান পায়ে গুলি লেগেছে। দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















